প্রকৃতি মানুষের মন প্রফুল্ল রাখে। তবে এই প্রভাব দৈনন্দিন কাজের ক্ষেত্রেও পড়ে। সম্প্রতি ইউনিভার্সিটি অব মেলবোর্নের এক গবেষণা বলছে, যেসব কর্মী প্রকৃতির কাছাকাছি থাকে, তারা কাজে বেশি মনোযোগী হয়। ১৫০ জন কর্মীকে নিয়ে এই গবেষণা করা হয়। তাদের দুটি দলে ভাগ করা হয়। দুই দলকে এমন একটি কাজের দায়িত্ব দেয়া হয়, যা সম্পন্ন করতে কম্পিউটারের প্রয়োজন। এটি খুব কঠিন ও বিরক্তিকর। কাজের মাঝখানে ৪০ মিনিট বিরতি দেয়া হয়। এ সময় এক দলকে বাগানযুক্ত ছাদে ঘুরে আসতে বলা হয়। অন্য দলকে বলা হয় বাগানবিহীন ছাদে সময় কাটানোর জন্য।
গবেষণার ফলাফলে পাওয়া গেছে, যারা প্রকৃতির সান্নিধ্য পেয়েছে, তারা খুব দ্রুত কাজটি শেষ করতে পেরেছে।
গবেষণায় নেতৃত্বদানকারী ক্যাট লির মতে, মানুষ যখন মানসিক চাপে থাকে, তখন প্রকৃতির কাছাকাছি থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই উদ্ভাবনশীল হওয়ার মূলমন্ত্র হতে পারে ডেস্কে একটি গাছের টব। এতে মন যেমন প্রফুল্ল থাকে, তেমনি কাজের স্পৃহা বাড়ে।