দুর্ঘটনা যেকোনো সময় যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে। দৈনন্দিন জীবনে আমাদের কিছু কিছু দুর্ঘটনার মধ্য দিয়ে যেতে হয়। যেমন, হাত বা পা খানিকটা কেটে যাওয়া। মাছ কাটতে গিয়ে কিংবা খেলাধুলা করতে গিয়ে আমাদের শরীরের কিছু অংশ কেটে যেতেই পারে। সেটা স্বাভাবিক। আর কেটে গেলে রক্ত বের হবে, সেটাও স্বাভাবিক। তবে সেই রক্তপাত যদি বন্ধ না হয়, তাহলে সেটা বিপদের কারণ হতে পারে।
অনেক সময় হাতের কাছে ডাক্তার থাকে না। তাই কেটে যাওয়ার পর চাই প্রাথমিক চিকিৎসা। কিছু ঘরোয়া পদ্ধতিতে বন্ধ করা যায় কাটা স্থানের রক্তপাত। যেমন-
কফি পাউডার: কফির গুঁড়া কাটা স্থানের রক্তপাত বন্ধ করতে সক্ষম। কাটা স্থানে কিছু পরিমাণ কফির গুঁড়া ছিটিয়ে দিন, অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যাবে।
বরফ: রক্তপাত বন্ধের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কাটা স্থানে বরফ চেপে ধরা। কাটা অংশে যতো দ্রুত সম্ভব কয়েক টুকরা বরফ চেপে ধরুন। কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যাবে।
লবণ পানি: লবণ পানি হচ্ছে প্রাকৃতিক প্রতিষেধক। কিছু পরিমাণ পানির মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে নিন। কাটা অংশটি ওই মিশ্রণে ডুবিয়ে নিন অথবা কাটা অংশের উপর সেই লবণ পানি ঢালুন। প্রথমে কিছুটা জ্বালাপোড়া করলেও কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে।
হলুদের গুঁড়া: হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। কাটা স্থানে কিছু পরিমাণ হলুদ মেখে দিন, দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে।
টি ব্যাগ: ব্যবহৃত বা নতুন টি ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে কাটা স্থানে চেপে ধরুন। অল্প সময়ের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যাবে।