খাদ্যে ক্যানসার অণুজীব শনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে ড্রিমল্যাব নামের একটি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। ৮৩ হাজারের বেশি মানুষ ডাউনলোড করেছে অ্যাপটি। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ভোডাফোন ফাউন্ডেশনের মধ্যে একটি অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশনটি। স্মার্টফোন ব্যবহারকারী ঘুমিয়ে থাকা অবস্থায় কিংবা ফোন যখন অলস পড়ে থাকে, তখন কাজ করে অ্যাপটি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার জন্য অ্যাপটিকে আরও উন্নত করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অ্যালগারিদমের ব্যবহার করে কাজ করে অ্যাপটি। ৮ হাজারের বেশি খাদ্যকণা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে এটি। পরীক্ষার ওপর নির্ভর করে তথ্যসংবলিত ডেটাবেস তৈরি হয়। এর মাধ্যমে খাবারে ক্যানসারের অণুজীব খুঁজে বের করা হয়।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অস্ত্রোপচার ও ক্যানসার বিভাগের প্রধান গবেষক ড. কিরিল ভেসেলকভ বলেন, ‘এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরবর্তী ধাপে এআই প্রযুক্তি ব্যবহার করে দেখা হবে, যে বিভিন্ন ওষুধের সমন্বয় এবং খাদ্যভিত্তিক অণুজীবগুলো মানুষের ওপর কেমন প্রভাব ফেলে।’
ক্যানসার রিসার্চ ইউকের স্বাস্থ্য তথ্য কর্মকর্তা উইলিন উ বলেছেন, ‘এই গবেষণার মাধ্যমে আমরা হয়তো নতুন ক্যানসার থেরাপি খুঁজে বের করতে বা এর পথ পেতে সক্ষম হব।’