ক্যানভাস ডেস্ক
গর্ভবতী অবস্থায় কোন কাজ কতটা নিরাপদ, কোনটা অনিরাপদ– এ নিয়ে এ সময়ের সচেতন নারীরা হরদমই গুগল করেন। রূপচর্চার বিষয়আশয়ও বাদ পড়ে না তা থেকে।
প্রেগনেন্সির কালে সেলফ-ট্যানার ব্যবহার কতটা নিরাপদ– এই প্রশ্নও উঁকি দেয় অনেকের মনে। কী বলেন ডার্মাটলজিস্টরা?
নিউইয়র্কভিত্তিক ডার্মাটলজিস্ট ম্যারিনা পেরেডো বলেন, ‘গর্ভবতী অবস্থায় সেলফ-ট্যানিং ক্রিম ও লোশন ব্যবহার সার্বিকভাবে নিরাপদ মনে করা হলেও স্প্রে ট্যান এড়িয়ে চলাই উত্তম; কেননা, নিশ্বাসের সঙ্গে স্প্রে মিশে গেলে এটির সক্রিয় উপাদান ডিহাইড্রোক্সিয়েকটোনের (ডিএইচএ) প্রভাব পড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘ডিএইচএ একটি ননটক্সিক পদার্থ, যা কি না ত্বকের বাহ্যিক অংশে প্রভাব ফেলে। শরীর একে শোষণ করে নেয় না; ফলে গর্ভে থাকা সন্তানের ক্ষতি হয় না। তবু ফেক-ট্যানিং প্রোডাক্ট এ সময়ে পরিহার করাই শ্রেয়। কেননা, প্রেগনেন্সির সময় হরমোনাল পরিবর্তন ঘটার কারণে কারও কারও মধ্যে অ্যালার্জির সংক্রমণ ঘটাতে পারে এটি।’
তবে একান্তই যদি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
- সূত্র: নিউ বিউটি ম্যাগাজিন