প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার ভোরে মাজহারুল আনোয়ার অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। তার পুত্রবধূ শাহানা মির্জা জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহানা বলেন ‘কয়েক দিন ধরে তিনি অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন। শনিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। গতকাল তার বেশ কিছু মেডিকেল পরীক্ষা করা হয়েছিল এবং আজ আরও কিছু পরীক্ষা করার কথা ছিল।’
কর্মজীবনে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গীতিকার হিসেবে কাজ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া তিনি সর্বোচ্চ ছয়বার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, যা চলচ্চিত্রশিল্পে এক অনন্য রেকর্ড।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রায় ২১ হাজার গান লিখেছেন। এগুলোর মধ্যে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’-এর মতো বহু কালজয়ী ক্ল্যাসিক গান রয়েছে। ‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধের উদ্দীপক গান হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অসংখ্য সংবাদচিত্র, তথ্যচিত্র এবং অন্যান্য অডিও ভিজ্যুয়াল চিত্রে এই আলোড়ন সৃষ্টিকারী গান ব্যবহৃত হয়েছে।