‘দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা ব্যবসায়িক সিটি হোটেল’, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা সিটি হোটেল’ এবং ‘বাংলাদেশের সেরা বিলাসবহুল হোটেল’ ক্যাটাগরিতে ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ড পেয়েছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশে ব্যতিক্রমী সেবা এবং বিশ্বমানের বিলাসবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য হোটেলটির অবিচল অঙ্গীকারের জোরালো প্রমাণ।
সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা বিলাসবহুল হোটেলের মানদণ্ডে এবং উচ্চ অতিথি সন্তুষ্টি অর্জনের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এই সাফল্য বিলাসবহুল আরাম এবং প্রকৃত উচ্চমানের সেবার মান নির্দেশ করে, যা এই অঞ্চলে উন্নতমানের আবাসনের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত।

গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার পক্ষে পুরস্কার গ্রহণ করেন এর ব্যবস্থাপনা পরিচালক খালেদ উর রাহমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ড পেয়ে আমরা গভীরভাবে আনন্দিত ও গর্বিত । এই অর্জন কেবল একটি পদক না; এটি আমাদের পুরো দলের সম্মিলিত আবেগ ও পরিশ্রমের সত্যতা। এটি আমাদের প্রিয় অতিথিদের অমূল্য সমর্থন ও আস্থাকে প্রতিফলিত করে। আমরা সব সময় সেবার মান অতিক্রম করতে এবং গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার প্রতিটি অতিথির জন্য বিলাসবহুল আতিথেয়তার সর্বোচ্চ শিখর নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

