প্রসূন হালদার। এ সময়ের চিত্রশিল্পী। যাপিত সময়ের ছাপ, শিল্পীসত্তা বিকাশের বোধ ফুটে ওঠে তার চিত্রভাষায়। আর তা তার নিজস্ব ঢঙে। গভীর জীবনবোধী এই চিত্রশিল্পীর প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘অনিশ্চয়তায় অনুসন্ধান’ (Quest in the uncertainty) চলছে রাজধানীর শাহবাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের জয়নুল গ্যালারি ২- এ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২০) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি অধ্যাপক শেখ আফজাল হোসেন ও অধ্যাপক শিশির ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন এবং অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘অনিশ্চয়তায় অনুসন্ধান’-এ জায়গা পেয়েছে, ২০১৪ থেকে ২০২৪– এক দশকে প্রসূনের আঁকা ৮০টিরও অধিক শিল্পকর্ম। তাতে একাডেমিক কাজের পাশাপাশি নিরীক্ষাধর্মী চিত্রকর্মও রয়েছে।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা, সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪) পর্যন্ত।
- ক্যানভাস অনলাইন