নিজের আউটলুককে আরেকটু জুতসই করতে চুলের স্টাইলের বিকল্প নেই। কারও পছন্দ স্ট্রেইট চুল, কারও আবার কার্লি। চুল কার্লি করতে চাইলে অনেকেই দৌড়ঝাঁপ করেন ঘর ছেড়ে পার্লারে। কিন্তু কিছু নিয়মকানুন মেনে নিজেই করতে পারেন নিজের চুল কার্লি। আসুন, জেনে নিই।
চুল কার্লি করতে চাইলে প্রথমে চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিন। কেননা ভেজা চুলে ‘স্ট্রেইটনার’ ব্যবহারে ক্ষতি হয়। এর ফলে চুল পুড়ে যাওয়া ছাড়াও আগা ফাটার আশঙ্কা থাকে।
চুলে তাপ দেওয়ার আগে তাপ নিরোধক স্প্রে ব্যবহার করুন। তারপর চুল আঁচড়ে নিন। চুলে যেন কোনো রকম জট না থাকে, সেদিকে বিশেষভাবে লক্ষ রাখুন।
চুলগুলো তিনভাগে ভাগ করুন- উপরে, মাঝে ও নিচে। ভাগগুলোকে ক্লিপ দিয়ে আটকে তার উপর হেয়ার স্প্রে ব্যবহার করুন। এতে করে কোঁকড়া ভাব দীর্ঘস্থায়ী হবে।
চুলের নিচের ভাগ থেকে কোঁকড়া করা শুরু করতে হবে। স্ট্রেইটনারে চুলের গোড়া থেকে আগার দিকে পেঁচিয়ে নিন।
চুলে হালকা ঢেউ খেলানো ভাব আনতে একই সময়ে আরও কিছু ভাগ চুল নিয়ে হালকা পেঁচিয়ে নিন। আর বেশি কার্লি চাইলে চুল ছোট ছোট ভাগে বিভক্ত করে নিন।
সুন্দর ঢেউ খেলানো ভাব আনতে সবশেষে চুল আঁচড়ে নিন। এতে করে চুলে কৃত্রিম ভাব দূর হয়ে স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠবে।