চেহারা দেখেই বলে দেওয়া যায় অনেক কিছু। মানুষের চোখ তা শনাক্ত করতে পারে না। তবে এবার চেহারার ভাষা বুঝতে আবিষ্কৃত হলো ফেফ রিকগনেশন প্রযুক্তি। চিনের একটি স্কুলে শিক্ষার্থীদের আচরণগত দিক লক্ষ করার জন্য ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি, যা ৩০ সেকেন্ড পর পর শিক্ষার্থীদের ফেস স্ক্যানিং করে জানিয়ে দেবে তারা কি আনন্দিত না রাগান্বিত নাকি ভীত, না তাদের ঘুম পাচ্ছে। পাশাপাশি কে ডেস্কে বসে ঘুমাচ্ছে, কে হাত তুলল, তা-ও জানান দেবে।
চীনা একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রযুক্তিটি তাৎক্ষণিক শিক্ষার্থীর হাজিরা ধারণ করে। তা ছাড়া ক্যান্টিনের অর্থ পরিশোধ লাইব্রেরি থেকে বই নেওয়ার সময় ব্যবহৃত হবে এই প্রযুক্তি। যাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স ক্লাসরুম বিহেভিয়ার।
প্রযুক্তিটি কোনো ছবি ধারণ করবে না শুধু পর্যবেক্ষণ করবে। আর পুরো প্রযুক্তিটি নিয়ন্ত্রিত হবে নিজস্ব সার্ভার থেকে। এটি ক্লাউড কম্পিউটিং সিস্টেমে না হওয়ার ফলে সিস্টেমটি থাকবে হ্যাকিং থেকে মুক্ত।
চীনের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে সহিংসতা বেড়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স ক্লাসরুম বিহেভিয়ার প্রযুক্তি ব্যবহারের ফলে কোনো সন্দেহজনক কিছু ঘটার আগেই তা শনাক্ত করা যাবে।