২৯ মে রাজধানীর জাদুঘর মিলনায়তনে শুরু হলো জামদানি উৎসব ২০১৮। এটি চলবে ১০ দিন। উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩৫টি জামদানি শাড়ি ও কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় জামদানি শিল্প আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের জামদানি শিল্প এখন ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। দেশের জামদানি শিল্পকে ঐতিহ্যবাহী মসলিনের জায়গায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় কাজ করছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পদ্মার ওপারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন তাঁতপল্লি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দ, ঋণসুবিধা, আবাসন, শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা, চিকিৎসাসহ সংশ্লিষ্ট সব সুবিধা নিশ্চিত করা হবে। জামদানি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে বিসিকের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ও সম্ভব সব ধরনের সহায়তা দিতে আগ্রহী বলে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১৫ হাজার মানুষ সরাসরি জামদানি শিল্পের সঙ্গে জড়িত। প্রতিবছর দেশে গড়ে এক লাখ পিসের বেশি জামদানি শাড়ি উৎপাদিত হচ্ছে।