শিগগিরই জিমেইলে যুক্ত হচ্ছে নতুন ৫ ফিচার। যা মেইলের মাধ্যমে কোনো কিছু পাঠানোর কাজকে সহজ ও আধুনিক করবে। ফিচারগুলো হলো:
কনফিডেন্সিয়াল মোড। নিরাপত্তা ও গোপনীয়তা আরও কড়া করতে গুগল এনেছে এই নতুন পন্থা। ফিচারটি যুক্ত হবার পর মেইল খুলতে হলে একটি পাসকোড এন্ট্রি করতে হবে, যা ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া এখন থেকে পাঠানো মেইলের এক্সপায়ার ডেট সেট করা যাবে। ফলে মেইল যেন কেউ কপি করতে না পারে, সে পদ্ধতি প্রয়োগ করা যাবে।
স্মার্ট রিপ্লাইস। ব্যস্ততার কারণে অনেকে রিপ্লাই দেওয়ার সময় পান না। এ কারণে মেইলের উত্তর হিসেবে কিছু টেমপ্লেট সংযোজন করছে গুগল। অর্থাৎ এখন কি-প্যাড টাইপ করে কিছু লিখতে হবে না। তৈরি করা টেমপ্লেট ক্লিক করে মেইলের উত্তর দেওয়া যাবে।
নিউ কাস্টমাইজেশন। এর মাধ্যমে ইনবক্স কাস্টমাইজ করা যাবে। ক্যালেন্ডারও সংযুক্ত থাকবে ইনবক্সের সঙ্গে। যা নতুন ইভেন্ট বানাতে সাহায্য করবে। ইনবক্সে থেকেই ইভেন্ট তৈরি করা যাবে।
স্মার্ট কম্পোজ। একে বলা হচ্ছে জিমেইলেরি একটি বুদ্ধিদীপ্ত ফিচার। এখন কোনো মেইল লেখার সময় গুগল নিজেই বিষয় অনুযায়ী শব্দ দিয়ে দেবে। ফলে কম সময়ে মেইল লেখা যাবে।
হাই প্রায়োরিটি নোটিফিকেশন। মেইলের গুরুত্ব বুঝে গুগল সেগুলো পড়বে। প্রয়োজন অনুযায়ী ইনবক্সে রাখবে বা ডিলিট করবে। কোনো ম্যালওয়্যার বা থ্রেটসের সম্মুখীন হলে নিজেই স্ক্যান চালাবে।