টি ব্যাগ ব্যবহারের পর তা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এর রয়েছে কিছু দারুণ গুণ। রোদে পোড়া ত্বকের যত্ন থেকে শুরু করে কাটাছেঁড়া সমস্যায় আরাম দেয় ব্যবহৃত টি ব্যাগ। না জানার কারণে আমরা এগুলোর পুনর্ব্যবহার করতে পারি না। ব্যবহৃত টি ব্যাগ পরবর্তী সময়ে আরও কী কী কাজে ব্যবহার করতে পারি তা নিয়ে আজ আলোচনা করব।
কাটাছেঁড়া ও ক্ষত থেকে যন্ত্রণা: টি ব্যাগ ব্যবহারের পর তা ডিপ ফ্রিজে জমিয়ে রাখা ভালো। পরে ছোটখাটো কাটাছেঁড়ায় কিংবা ক্ষতস্থানে ঠাণ্ডা করা টি ব্যাগ চেপে ধরলে প্রদাহ কমে যায়। কারণ, টি ব্যাগে রয়েছে প্রদাহ কমানোর উপাদান।
ফোড়া নিরাময়: ফোড়ার ওপর ভেজা টি ব্যাগ চেপে ধরলে আরাম পাওয়া যায়। টি ব্যাগ ব্যথা কমাতে সাহায্য করে। কারণ, টি ব্যাগে থাকে ব্যাকটেরিয়া নিরোধক উপাদান।
পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা থেকে আরাম পেতে: চায়ে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যাস্ট্রিনজেন্ট উপাদান, যা পোকামাকড়ের কামড় থেকে হওয়া প্রদাহ দমন করে। এভাবে অল্প কিছুক্ষণ আর্দ্র টি ব্যাগ ক্ষত স্থানে চেপে ধরলে প্রদাহ কমতে সাহায্য করে।
রোদে পোড়া ভাব কমাতে: বিশেষজ্ঞদের মতে, ইজিসিজি বা এপিগ্যালোকেটিকিন-থ্রি গ্যালেট যা গ্রিন টিতে থাকে সানস্ক্রিনের মতো কাজ করে। রোদের অতি বেগুনি রশ্মির রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব দূর করে। রোদে পোড়া অংশে টি ব্যাগ ব্যবহার করা যেতে পারে।
পায়ে আরাম পেতে: পায়ের কোমলতা ফিরিয়ে আনতে ও পায়ের দুর্গন্ধ দূর করতে টি ব্যাগের জুড়ি নেই। গরম পানির বালতিতে টি ব্যাগ দিয়ে সেখানে পা ডুবিয়ে রাখুন। আরাম পাবেন।