সকালবেলা ঘুম থেকে উঠেই টুথপেস্টের সঙ্গে আমাদের মিতালি ঘটে। রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমাদের গুড নাইট জানায় টুথপেস্ট। এমনকি বছরে ৩৬৫ দিনই দিনে দুবার করে ব্যবহার করছি টুথপেস্ট। কিন্তু জানেন কি? এই টুথপেস্টই হতে পারে আপনার মারাত্মক রোগের কারণ!
টুথপেস্টে ট্রিকলোসান নামের একটি উপাদান বিদ্যমান। এটি মূলত ছত্রাকবিরোধী একটি যৌগ। তবে এটি মানবদেহের জন্য খুব একটি উপকারী নয়। এটি শরীরে কোলন প্রদাহের কারণ হয়ে উঠতে পারে। এমনকি কোলন ক্যানসারও হতে পারে। কোলন ক্যানসার মানে হচ্ছে মলদ্বারে ক্যানসার। মূলত ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন গবেষকেরা।
অল্প মাত্রায় ট্রিকলোসানের ব্যবহারও কোলন প্রদাহের কারণ হতে পারে। ইঁদুরের শরীরে কোলাইটিস তথা মলাশয় প্রদাহ এবং কোলাইটিসযুক্ত কোলন ক্যানসার দ্রুত বিস্তার করতে পারে। ট্রিকলোসান শরীরের নাড়ির ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। উচ্চমাত্রায় ট্রিকলোসান ব্যবহার করা হলে শরীরে বিষাক্ত প্রভাব পড়তে পারে। ঠিক কী পরিমাণ ট্রিকলোসান গ্রহণ করলে শরীরে ওপর প্রভাব পড়বে না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
গবেষণার অংশ হিসেবে, একটি ইঁদুরকে তিন সপ্তাহ ধরে ট্রিকলোসান মিশ্রিত খাবার খেতে হয়েছিল। ফলাফল হিসেবে দেখা গেছে, ট্রিকলোসান মিশ্রিত খাবার খেয়ে ইঁদুরটি সেই আচরণই ঠিক করেছে যেমন আচরণ একজন মানুষ এ সংক্রান্ত জটিলতায় ভুগলে করে থাকে। মানুষের শরীরে রক্তপ্রবাহ ও কোলন প্রদাহ ইঁদুরের মতোই।
গবেষণায় আরও বলা হয়েছে, ট্রিকলোসান টিউমারের আকার বড় করে দিতে পারে। এ ছাড়া কোলন ক্যানসারের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের বেঁচে থাকার সম্ভাবনা কমিয়ে দিতে পারে।
গবেষকেরা পরবর্তীকালে মানুষের ভুঁড়ি বা নাড়িগ্রন্থির উপর ট্রিকলোসানের প্রভাব নিয়ে গবেষণা করবেন। তারা দেখতে চান যে কোলন ক্যানসারে ট্রিক লোসানের প্রভাব কতটুকু।