হীরা। কারও কারও কাছে শুধু একটি জহরত নয়; অমূল্য শখের এক টুকরো আহ্লাদ। বিশেষ দিনে হীরার গয়না অনেকেরই প্রিয় উপহার। জ্বলজ্বলে এই একরত্তিকে রাখতে হয় যত্নে মুড়িয়ে।
সহজ পাঁচটি ধাপে প্রিয় হীরার গয়নাকে রাখতে পারেন সুন্দর আর সাবলীল।
• বাড়ির নিত্য দিনের কাজের সময়ে হীরার গয়না খুলে রাখতে পারেন। তাহলে ধুলো ময়লার আগ্রাসন থেকে খানিকটা দূরে থাকবে হীরা। আবার, রান্নাঘরের কাজের সময়ে সাধের হীরার আংটি খুলেই রাখাই সমীচীন। নয়তো তেল-মশলা আর পানিতে ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে।
• বর্ষাকালে যেকোনও ধাতুর গয়নাতেই আর্দ্রতা জমে যায়। হীরার গয়নার জন্য এ সময় প্রয়োজন বাড়তি সতর্কতা। যেমন এই গয়নাগুলো সব সময়ই আলাদা বাক্সে রাখা প্রয়োজন। বাকি গয়নার সঙ্গে মিশিয়ে না রাখা উত্তম। আর সেই বাক্সে রেখে দিতে পারেন সিলিকা জেল, যা অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সক্ষম।
• ত্বকে ক্রিম, লোশন এবং মেকআপের সময়ে হীরার গয়না খুলে রাখলেই মঙ্গল। কারণ ক্রিম বা মেকআপের রাসায়নিকের সংস্পর্শে এই বহুমূল্য ধাতুর রং ফিকে হয়ে যেতে পারে।
• সমুদ্র-স্নানে, সুইমিংপুলে নামার আগেও থাকতে হবে সাবধান। সমুদ্রের নোনা জল বা সুইমিংপুলের ক্লোরিন মিশ্রিত পানি হীরার গয়নার ঔজ্জ্বল্য কমিয়ে দেয়।
• হীরার গয়না সংরক্ষণে সাবধান থাকা চাই। আলাদা বক্সে নরম কাপড়ে মুড়ে রাখাই ভালো। ভিজে, স্যাঁতসেঁতে জায়গা এড়িয়ে যেতে হবে। আবার, অতিরিক্ত রোদেও রাখা ঠিক নয়।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ