ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে স্বাদে ভরপুর ও সৃজনশীল উৎসব ‘মিট দ্য মাঙ্গুন্স’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিশেষ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন আমের নানা মুখরোচক পদ। স্টার্টার থেকে মেইন কোর্স এবং মিষ্টিজাতীয় নানা পদ– সবই সাজানো হয়েছে ঢাকা রিজেন্সির এক্সপার্ট শেফদের নিখুঁত পরিকল্পনায়।

বিশেষ এই ম্যাংগো বুফে কর্নার উপভোগ করতে পারবেন ৫৫৫৫ টাকায়; সঙ্গে রেগুলার ব্যুফে ডিনার তো থাকছেই! নির্দিষ্ট কার্ড হোল্ডার, ফ্যান গ্রুপ সদস্য এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।

১৫ জুন ২০২৫ শুরু হওয়া এই উৎসব চলবে মাসব্যাপী; প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

এখানেই শেষ নয়; গ্রিল অন দ্য স্কাইলাইন, কম্ফি লাউঞ্জ এবং বাবল ফ্লেভর লাউঞ্জে থাকছে আমের বাহারি ড্রিংকস ও ট্রিটসের সম্ভার। ঠান্ডা ম্যাংগো স্মুদি, ঝাঁঝালো মকটেল কিংবা মজাদার ম্যাংগো ডেজার্ট– প্রতিটি চুমুকে মিলবে সতেজ স্বাদ। এ ছাড়াও কম্ফি লাউঞ্জে থাকছে যেকোনো ডেজার্টে ২০% মূল্যছাড়।

বিস্তারিত জানতে ও রিজার্ভেশনের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করতে পারেন https://www.facebook.com/share/16VnBNiWJK।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

