skip to Main Content
ঢাকা রিজেন্সিতে ‘বিজয় উল্লাস’

মহান বিজয় দিবসের আনন্দ ও দেশপ্রেমের আবহে পরিবার-পরিজনের সঙ্গে উদযাপনকে আরও রঙিন করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ আয়োজন, ‘ঢাকা রিজেন্সি বিজয় উল্লাস’। এর আওতায় অতিথিরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে বিশেষ বুফে ডিনার অফার ‘ডাইন থ্রি অ্যাট প্রাইস অব ওয়ান’, ৮৩৩৩ টাকায়; আকর্ষণীয় রুম প্যাকেজ, সিলেক্টেড আউটলেটে বিশেষ মূল্যছাড়, যেমন স্পাতে ২৫% ডিসকাউন্ট, পিজ্জা বা বার্গারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার, কমফি লাউঞ্জে ১৬% ডিসকাউন্ট এবং আরও নানা উপহার ও চমক। সাজসজ্জা, সংগীত ও উষ্ণ আতিথেয়তায় ঢাকা রিজেন্সি বিজয়ের আনন্দকে ছড়িয়ে দিতে প্রস্তুত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অন্যদিকে, শিশুদের সৃজনশীলতা বিকাশে আগামী রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) আয়োজিত হবে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’; যেখানে ছোট্ট শিল্পীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবে দেশ, মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা।

ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন বিজয়ের আনন্দ উদযাপন; অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপন করা হবে।

উৎসবের স্বাদ, শিশুদের রঙিন কল্পনা আর বিজয়ের আনন্দ– সব মিলিয়ে ঢাকা রিজেন্সির ‘বিজয় উল্লাস’ ও ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’ হতে যাচ্ছে এক চমৎকার উৎসব। আরও বিস্তারিত জানতে কল করুন ০১৭১৩৩৩২৬৬১
নম্বরে অথবা ভিজিট করুন https://www.facebook.com/share/17DehLVRNj

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top