ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তথ্য চুরি যাওয়া। বেশি দিন আগে নয়, ২০১৩ সালে প্রায় ১০০ কোটি ইয়াহু মেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপরের বছরেই আবারও ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়।
এসব চুরি ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার। এখন থেকে ব্যবহারকারীর যেকোনো তথ্য চুরি গেলে তা জানিয়ে দেবে মজিলা। ‘ফায়ারফক্স মনিটর’ নামের নতুন ও আধুনিক এ সুবিধা শিগগিরই যোগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা তাদের কী তথ্য চুরি হয়েছে, আদৌ চুরি হয়েছে কি না, সেসবও জানতে পারবেন ‘ফায়ারফক্স মনিটর’ সুবিধার মাধ্যমে।
‘হ্যাভ আই বিন পনড’ নামের একটি ওয়েবসাইট এ ধরনের তথ্য খুঁজে পেতে বিনা মূল্যে সেবা দিয়ে থাকে। এ সেবাই ফায়ারফক্সকে দেবে ‘হ্যাভ আই বিন পনড’-এর নির্মাতা ট্রয় হান্ট।
হান্ট জানান, এ সেবা চালু রয়েছে দীর্ঘদিন ধরেই, তবে এর ডেটাবেইস সমৃদ্ধ নয়। তাই সেবাটি তিনি ফায়ারফক্স ব্রাউজারের ব্যবহারকারীদের জন্য দিয়ে দেবেন।
‘ফায়ারফক্স মনিটর’ ওয়েবসাইট ব্যবহারকারীরা তাঁর কোনো তথ্য ডিজিটাল চুরির শিকার হলো কি না, তা যাচাই করতে পারবেন এ সেবার মাধ্যমে। এ সেবার মাধ্যমে সুবিধাটির আরও গ্রাহক বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রয়।
সুবিধাটি নিয়ে এখনো পরীক্ষামূলকভাবে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ারফক্স। মজিলা কর্তৃপক্ষ জানিয়েছে, এ মাসের মধ্যেই প্রায় আড়াই লাখ ব্যবহারকারীকে এ সুবিধা ব্যবহারের আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছে তারা।