তৈলাক্ত ত্বকের নানান সমস্যা সমাধানে টমেটো কিন্তু দারুণ কার্যকর। অ্যাস্ট্রিনজেন্ট প্রোপার্টিযুক্ত এই সবজি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। কমায় জ্বালাপোড়া ভাব, সাহায্য করে ত্বকের দূষণ দূর করতে। ডিটক্সিফিকেশনেও দারুণ টমেটো। ত্বকের তেলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর সহজেই মিলে যায় বলে টমেটো দিয়ে তৈলাক্ত ত্বকের চর্চাও করে নেওয়া যায় চটজলদি। স্ক্রাব তৈরি করে নিতে পারেন টমেটো থেকে। একটা টমেটো নিয়ে তাকে ভালো করে চটকে স্মুদ পেস্ট তৈরি করে নিন। এতে মিশিয়ে নিন এক টেবিল চামচ চিনি। পরিষ্কার ত্বকে মিনিট দশেক ঘষে নিন এই মিশ্রণ।
এটা তৈলাক্ত ত্বকে জমে থাকা মৃত কোষ সারাতে দারুণ। একটা টমেটো নিয়ে পেস্ট করে তাতে মিশিয়ে নিন এক চামচ মধু। তারপর এই মাস্ক মুখে মাখিয়ে রাখুন মিনিট বিশেকের জন্য। মধু ত্বকের অতিরিক্ত তেলে ভাব রোধ করে। তা ছাড়া এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর অ্যান্টিসেপটিক প্রোপার্টি ত্বকের ব্রণ সারাতে সাহায্য করে। ত্বকের লার্জ পোরের সমস্যায় ভুগছেন? সে ক্ষেত্রে একটা টমেটো পেস্টের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। আধঘণ্টা ত্বকে রেখে ধুয়ে ফেলুন। ত্বক থাকবে পোরমুক্ত, মসৃণ। বাড়তি তেলে ভাবও রুখবে।