ঘরে পোকামাকড়ের উপদ্রব সব সময়ই বিরক্তিকর। এসব পোকামাকড় ঘরের আসবাব ছাড়াও পোশাক কিংবা খাবারের ক্ষতি সাধন করে থাকে। তা ছাড়া এসব পোকা ক্ষতিকর জীবাণু বহন করে, যা মানুষকে অসুস্থ করে তুলতে পারে।
তেলাপোকা তেমনই একটি পোকা। গৃহিণীদের মধ্যে অনেকেই এ পোকা ভয় পান। বাজার থেকে তেলাপোকা দমনের স্প্রে কিংবা ওষুধ আনার পরও অনেক সময় কোনো কাজ হয় না। তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঘরোয়া কিছু উপাদান দিয়েই নিধন করতে পারেন তেলাপোকা। যেমন-
তেজপাতা: তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। ঘরের যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব হয়, সেসব জায়গায় তেজপাতা গুঁড়া করে ছড়িয়ে দিন। এতে করে তেলাপোকা মরবে না কিন্তু তেজপাতা ছড়ানো জায়গায় তেলাপোকা আসবে না।
বেকিং সোডা ও চিনি: বেকিং সোডার সঙ্গে সমপরিমাণ চিনি মিশিয়ে ঘরের যেসব স্থানে তেলাপোকার আনাগোনা বেশি, সেসব জায়গায় ছড়িয়ে দিন। এটি খাওয়ার সঙ্গে সঙ্গে তেলাপোকা মারা যাবে।
শসা: একটি অ্যালুমিনিয়ামের ক্যানে শসার খোসা নিয়ে ক্যানটি তেলাপোকা আসার জায়গায় রেখে দিন। শসার খোসা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে। এই গন্ধ তেলাপোকার মৃত্যু ঘটায়।
পেট্রোলিয়াম জেলি: এটি মূলত তেলাপোকা মারার ফাঁদ হিসেবে কাজ করবে। একটি পাত্রে পেট্রোলিয়াম জেলি নিয়ে তাতে কোনো একটি ফলের খোসা রেখে দিন। ফলের খোসা তেলাপোকাকে আকৃষ্ট করবে কিন্তু পেট্রোলিয়াম জেলি তেলাপোকাকে পাত্রের ভেতর ঢুকতে দেবে না। ফলে পাত্রের পাশে তেলাপোকা এসে ভিড় জমাবে। তখন সেখানে তেলাপোকা মারার স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। তেলাপোকা দূর হয়ে যাবে।
গোলমরিচের গুঁড়া: একটি পাত্রে এক লিটার পানি নিয়ে তাতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। এবার এ মিশ্রণটি তেলাপোকা আসার জায়গায় স্প্রে করে দিন। দেখবেন আপনার ঘর থেকে তেলাপোকা দূর হয়ে গেছে।