তেল চিটচিটে ত্বক কারোরই কাম্য নয়। এমন ত্বক ধুলাবালি বেশি টানে। ফলে লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন এমন ত্বকের অধিকারীরা। এ জন্য বাজারে নানা ধরনের কসমেটিকস ব্যবহারের পরও কারও ত্বকের তেল চিটচিটে ভাব যায় না। তাদের জন্য সুখবর। ঘরোয়া পদ্ধতিতেই দূর করতে পারেন ত্বকের তৈলাক্ত ভাব। এ ক্ষেত্রে উপকারে আসবে দইয়ের ফেসপ্যাক। দইয়ে জিঙ্ক, ক্যালসিয়াম, ল্যাকটিক অ্যাসিড ও বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন বিদ্যমান। এ উপাদানগুলো ত্বক উজ্জ্বল ও টানটান করে। জেনে নিন দইয়ের ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।
দই ও মধু: এক টেবিল চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর পরিষ্কার পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন, তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে।
দই ও ডিম: এক টেবিল চামচ দইয়ের সমপরিমাণ ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নিন। সেটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফল পাবেন।
দই ও ওটমিল: এক টেবিল চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ ওটমিলের গুঁড়া মিশিয়ে মিশ্রণটি ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে।
লেবুর রস ও দই: এক টেবিল চামচ দইয়ের সঙ্গে আধা টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। তারপর ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। কাঙ্ক্ষিত ফল পাবেন।
বেকিং সোডা ও দই: আধা চা চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ দই একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে।