খাদ্য হিসেবে দুধের পুষ্টিমান, স্বাস্থ্যগুণ এসব কথা অনেকবারই শুনেছেন। রূপচর্চায় দুধের ব্যবহারও নতুন বিষয় নয়।
তবে আজ দুধের তিনটি ব্যতিক্রমী ব্যবহারের বিষয়ে জানাব। সেটা হয়তো এখনো অনেকের কাছে অজানা।
আসবাবপত্র পরিষ্কার করতে: বাংলায় একটি কথা আছে- ‘দুধে ধোয়া তুলসী পাতা’। তবে এখন বিষয়টি ঘুরে দাঁড়িয়েছে দুধে ধোয়া আসবাবপত্র। দুধ দিয়ে পরিষ্কার করা যায় কাঠের আসবাবপত্রও। দুধ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে কাঠের আসবাবপত্রে স্প্রে করুন। এতে করে আসবাবপত্রের ধুলাবালি ও ময়লা দূর হয়ে আসবাবপত্রের উজ্জ্বলতা বাড়বে।
চামড়ার জিনিসের উজ্জ্বলতা বাড়াতে: চামড়ার জিনিসপত্রে পানি লাগাতে অনেকেই নারাজ। সে ক্ষেত্রে দুধ ব্যবহার করা যেতে পারে। চামড়ার জিনিস খুব দ্রুতই উজ্জ্বলতা হারায়। চকচকে ভাব ফিরিয়ে আনতে দুধ অনেক বেশি কার্যকর। একটি পরিষ্কার ও নরম কাপড় দুধে ভিজিয়ে নিয়ে চামড়ার জিনিসপত্র মুছে নিন। শুকিয়ে গেলে দেখবেন নতুনের মতোই চকচক করছে।
ফ্রিজে রাখা মাছের স্বাদ ফিরিয়ে আনতে: মাছের স্বাদ ফিরিয়ে আনবে দুধ! অনেক দিন ধরে ডিপ ফ্রিজে রাখার কারণে মাছের স্বাদ বদলে যায়। এ সমস্যা দূর করতে ফ্রিজ থেকে মাছ বের করে সাধারণ তাপমাত্রায় নিয়ে আসুন। তারপর দুধমিশ্রিত পানিতে ৩০ মিনিট ধরে ভিজিয়ে রাখুন। তারপর রান্না করুন। দেখবেন মাছের স্বাদ পুনরায় ফিরে আসবে। সেই সঙ্গে মাছের গন্ধও দূর হয়ে যাবে।