ব্রিটিশ-বর্ন এথিকাল বিউটি প্রোডাক্ট ব্র্যান্ড দ্য বডি শপে চলছে ‘এন্ড অব সিজন সেল’। ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে নিজেদের পছন্দের বিউটি পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মাসব্যাপী এ সেল অফারে বডি কেয়ার, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ও ফ্র্যাগরেন্স– সকল ক্যাটাগরিতেই থাকছে দারুণ ছাড়।

বিশেষ ছাড়ে ক্রেতারা কিনতে পারবেন দ্য বডি শপের বেস্ট-সেলিং পণ্যগুলো; যার মধ্যে রয়েছে মোরিঙ্গা বডি লোশন ও স্ট্রবেরি বডি ইয়োগার্ট; এবং সিগনেচার সেন্টস হোয়াইট মাস্ক, ফুল রোজ ও ব্রিটিশ রোজ ইডিটি। ক্রেতারা যেন তাদের স্কিন কেয়ার রুটিন আরও সমৃদ্ধ করে তুলতে পারেন, এজন্য ভিটামিন সি গ্লো বুস্ট ও ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চারাইজারের মতো পণ্যগুলোতেও উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাকৃতিক উপাদানে তৈরি উচ্চ মানসম্পন্ন প্রসাধনী পণ্যের ব্যবহার উৎসাহিত করতে এ সেল কার্যক্রম। পরিবেশের প্রতি সচেতন থেকে নৈতিক উপায়ে মানসম্পন্ন পণ্য তৈরি করে ব্র্যান্ডটি। এর মাধ্যমে, ক্রেতাদের নিজেদের প্রতি যত্নশীল থাকতে তাদের সচেতন করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
আগ্রহী ক্রেতারা দ্য বডি শপের স্টোরে গিয়ে ব্র্যান্ডটির সম্পূর্ণ কালেকশন ঘুরে দেখতে পারেন।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ এবং দ্য বডি শপ-এর সৌজন্যে

