স্মার্টফোনের ডিসপ্লে লক একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক প্রয়োজনীয় তথ্য, কাগজপত্রের সফট কপি, ছবি, ভিডিও ডকুমেন্ট, ভয়েস রেকর্ড থাকে আমাদের ফোনে। এসব গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় ডিসপ্লে লকের মাধ্যমে। স্লাইড লক, প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড লক- এসব নিরাপত্তার বেষ্টনী প্রায় সময়েই ভেঙে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া যায়। আর তাই স্মার্টফোনের জগতে নতুন যে ডিসপ্লে লকের আবির্ভাব হয়েছে, সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে লক। এই লক অন্যান্য লকের তুলনায় আরও বেশি নিরাপদ ও মজবুত।
সম্প্রতি নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে ফিনল্যান্ডের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। প্রযুক্তিবিষয়ক অনেক ওয়েবসাইটে বলা হচ্ছে, গত ফেব্রুয়ারি মাস থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টযুক্ত নকিয়া স্মার্টফোন নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি।
ধারণা করা হচ্ছে, এই ফোনে ‘এ ১ পি, এওপি’ বা ‘এ ১ প্লাসইউরো’ নামের কোডনেম তৈরি করা হচ্ছে। পাশাপাশি নতুন এই স্মার্টফোনের ডিসপ্লে তৈরি করবে এলজি প্রতিষ্ঠান। যাতে স্ন্য্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ও উন্নত মানের ক্যামেরা ইউনিট থাকবে। অ্যান্ড্রয়েড পি অপারেটিং সিস্টেম নির্ভর এ স্মার্টফোনে থাকতে পারে ৮ জিবি ক্যামেরা ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৬.০১ ইঞ্চি মাপের ডিসপ্লে নিয়ে সম্প্রতি ভিভোর বাজারে আনা এক্স ২১ মডেলটির সঙ্গে প্রতিযোগিতা করবে নকিয়া ৯ নামের এ স্মার্টফোন। ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিত আইএফএ সম্মেলনে প্রদর্শিত হবে এই স্মার্টফোন।