নখ শুধু নেইল পলিশ দিয়ে রাঙানোর জন্যই নয়, নখও হয়ে উঠতে পারে শরীরের আভ্যন্তরীণ কোনো রোগের ইন্ডিকেটর। নখের রঙই বলে দেবে শরীরের ভেতরে নানা ধরনের অসুখের উপসর্গ।
যেমন, নখের গোড়ায় সাদা দাগ। মূলত শরীরের অভ্যন্তরে রক্তসঞ্চালনের সমস্যা দেখা দিলে নখের গোড়ায় সাদা দাগ দেখা যায়। অনেক সময় এটি কিডনি সমস্যার লক্ষণও নির্দেশ করে। শরীরে প্রোটিন কিংবা ক্যালসিয়ামের অভাব থাকলেও নখের গোড়ায় সাদা দাগ দেখা যায়।
ফ্যাকাশে নখ: মূলত শরীরে রক্তসল্পতা দেখা দিলে নখ ফ্যাকাশে হয়ে যায়। ডায়াবেটিস কিংবা লিভারে সমস্যার কারণেও নখ ফ্যাকাশে হয়ে যায়।
কালচে দাগ: ভিটামিনের অভাবে নখ কালচে হয়ে পড়ে। এটি ত্বকের ক্যান্সারসহ অন্যান্য রোগের ইঙ্গিতও বহন করে। অবশ্য কখনো কখনো নখে আঘাত লেগে রক্ত জমাট বাধার কারণে এমনটা হতে পারে।
নীলাভ দাগ: দেহে পরিমিত অক্সিজেন সরবরাহ না হলে নখের গোড়ায় হালকা নীল দাগ দেখা যায়।
নখে এ ধরনের কোনো একটি দাগ বা আভা দেখে গেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।