নিজেকে কম বয়সী দেখাক—এটা সবারই মনোবাঞ্ছা। এ প্রবণতা পুরুষদের তুলনায় নারীদের মধ্যে একটু বেশিই। তারা সহজে নিজেদের প্রকৃত বয়স বলতে চান না। বললেও কিছু কমিয়ে বলেন। কিন্তু কেন? শুধুই কি নিজেকে কম বয়সী প্রমাণ করার জন্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে?
তারুণ্য: নারীরা পুরুষের কাছে সব সময় নিজেকে তরুণী হিসেবে প্রকাশ করতে চান। তারা মনে করেন, বয়স কমিয়ে বললেই তাকে কম বয়সী মনে হবে। এই ধারণা থেকে তারা বয়স কমিয়ে বলেন।
বুড়িয়ে যাওয়া: মেয়েদের মধ্যে বুড়িয়ে যাওয়ার ভয় প্রবল। তারা বুড়িয়ে যাওয়ার ভয়ে নানা ধরনের রূপচর্চা করেন। রূপচর্চা করে নিজেকে কম বয়সীদের মতো তরুণী করে রাখতে পছন্দ করে, সেই সঙ্গে নিজের বয়সও কমায়।
পরিবার: পরিবার হচ্ছে একটি শিশুর সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। মেয়েরা তার বয়স লুকানোর বিষয়টি পরিবারের মা-বোনদের কাছ থেকেই শিখে থাকেন। তা ছাড়া অনেক মা-ই তার কন্যাসন্তানকে বয়স কম করে বলার শিক্ষা দিয়ে থাকেন। এ কারণে মেয়েরা বড় হয়ে বয়স লুকিয়ে থাকেন।
পুরুষের মন: পুরুষের মন পাওয়ার জন্য মেয়েরা বয়স কমিয়ে বলেন। অনেক নারী ভাবেন, বয়স কম করে বললেই একজন পুরুষ তার প্রতি বেশি আকৃষ্ট হবেন। এই ধারণা থেকেই নারীরা বয়স কমিয়ে বলেন।
হিংসা: বেশির ভাগ নারীই মনে করেন, আশপাশের পরিচিতদের মধ্যে তিনিই সবচেয়ে সুন্দর। তাই আশপাশে অন্য কোনো সুন্দরী নারী থাকলে একজন নারী নিজের বয়স লুকিয়ে থাকেন।
চাকরি: সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া থাকে। ওই বয়সসীমার মধ্যে থাকার কারণেই একজন নারী তার বয়স গোপন করে থাকেন।