সবারই একটা করে প্রিয় বালিশ থাকে। যেটাকে জড়িয়ে না ধরলে আরামের ঘুম হয় না রাতে। তবে সাবধান! কারণ ছয় মাসের পুরোনো বালিশ থেকে কিন্তু অ্যালার্জি আর ব্রণের প্রকোপ বাড়ে। আমেরিকান স্লিপ টু লিভ ইনস্টিটিউটের ডিরেক্টর ড. রবার্ট ওক্সম্যান বলেন, পুরোনো বালিশ মানেই ময়লা, তেল, মৃতকোষ আর জীবাণুর আখড়া। তার থেকে হাঁপানি ও নানা অ্যালার্জি হতে পারে। তাই ছয় মাস অন্তর পাল্টাতে হবে বালিশ। আর পনেরো দিন পরপর ধুয়ে নিতে হবে পিলো কভার।
Related Projects
এলো পিজিএম-এফআই প্রযুক্তির নতুন হোন্ডা এসপি ১৬০
- July 14, 2024
দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে নতুন এসপি ১৬০ মডেলটি ২টি ভ্যারিয়েন্ট (সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক এবিএস) এবং ৩টি আকর্ষণীয় (পার্ল, স্পার্টান রেড, পার্পেল ইগনেয়াস ব্লাক ও ম্যাট মার্ভেল ব্লু মেটালিক) রঙে পাওয়া যাচ্ছে
‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসের প্রি-অর্ডার শুরু
- December 3, 2020
দেশের বাজারে স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন…