সবারই একটা করে প্রিয় বালিশ থাকে। যেটাকে জড়িয়ে না ধরলে আরামের ঘুম হয় না রাতে। তবে সাবধান! কারণ ছয় মাসের পুরোনো বালিশ থেকে কিন্তু অ্যালার্জি আর ব্রণের প্রকোপ বাড়ে। আমেরিকান স্লিপ টু লিভ ইনস্টিটিউটের ডিরেক্টর ড. রবার্ট ওক্সম্যান বলেন, পুরোনো বালিশ মানেই ময়লা, তেল, মৃতকোষ আর জীবাণুর আখড়া। তার থেকে হাঁপানি ও নানা অ্যালার্জি হতে পারে। তাই ছয় মাস অন্তর পাল্টাতে হবে বালিশ। আর পনেরো দিন পরপর ধুয়ে নিতে হবে পিলো কভার।
Related Projects
রিজেন্সিতে ‘কালারস অব স্প্রিং’
- February 22, 2024
বসন্তের হাওয়ায় সিক্ত হতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তার বিভিন্ন আউটলেটে রেখেছে আকর্ষণীয় নানা অফার
বছর শেষে…
- December 29, 2023
বাঁশির সুরে বছর শেষের গল্প। করুণ! আবার নতুনের আহ্বানে দারুণ উচ্ছ্বাস। সেলিব্রেশনের আর বেশি বাকি নেই। কী করবেন বছরের শেষ দিনে, ভেবেছেন?

