ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণের অর্থনৈতিক দিশায় যৌথভাবে নোবেল পেয়েছেন বাঙালি মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার ডাফলো ও মাইক ক্রেমার। অভিজিৎ জন্মসূত্রে কলকাতার বাঙালি। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও দিল্লির জেএনইউতে। তারপর হার্ভার্ড ও এমআইটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে গেছে অর্থনীতিতে তাঁর গবেষণা ও অধ্যাপনাজীবন। এহেন অভিজিৎ নাগরিকত্বে মার্কিন হলেও ভোলেননি নিজের ভাষা ও সংস্কৃতি। নোবেল জয় উপলক্ষে পাঞ্জাবি-পায়জামা পরে এমআইটি আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল হাজির হয়েছিলেন। শুধু তা-ই নয়, সংবাদ সম্মেলনে বেশ কিছুক্ষণ বক্তব্য দিয়েছেন বাংলায়। বাংলায় বক্তব্য দিতে গিয়ে অভিজিৎ জানিয়েছেন, গরিবের হাতে অনেক বেশি টাকা আনতে হবে। অভিজিৎ বুঝিয়ে দিয়েছেন, বিশ্বের দারিদ্র্য দূরীকরণের অর্থনৈতিক তত্ত্বে অর্থনীতিবিদদের আটকে থাকলে চলবে না, বরং সেই তত্ত্ব বাস্তবায়ন করা দরকার। উল্লেখ্য, কলকাতার প্রেসিডেন্সি ও দিল্লির জেএনইউতে পড়ার সময় বিপ্লবী কমিউনিস্ট ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ। এমনকি এই রাজনীতির জন্য কিছুদিন তাঁকে কারাবাসও করতে হয়।
Related Projects
মাস্টার্ডকার্ডের আয়োজনে ‘পেমেন্ট সামিট’ ও ‘গালা অ্যাওয়ার্ড নাইট’
- December 4, 2019
বাংলাদেশে ২৮ বছর উদযাপনে প্রথমবারের…
টানা নবমবার “জাতীয় রপ্তানি ট্রফি” সার্ভিস ইঞ্জিন লিমিটেডের
- November 9, 2023
২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের…
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৮
- April 19, 2018
১৯ এপ্রিল শুরু হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

