কত ঘণ্টায় ১ দিন হয়? এমন প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, ২৪ ঘণ্টায় ১ দিন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এ হিসাবটা আর থাকছে না। ভবিষ্যতে ২৫ ঘণ্টায় গোনা হবে ১ দিন।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়া ও ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনের একদল গবেষক এমনটাই দাবি করছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, পৃথিবীতে এক শ কোটি বছর আগে দিনের মাপ ২৪ ঘণ্টা ছিল না, তা ছিল ১৮ ঘণ্টার এবং যতই সময় যাচ্ছে তা বৃদ্ধি পাচ্ছে।
এর কারণ হিসেবে চাঁদকে দায়ী করছেন উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিষয়ের অধ্যাপক স্টিফেন মেয়ার্স। তার ভাষ্যমতে, চাঁদ পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যার প্রভাব পড়ছে পৃথিবীর আহ্নিক গতির ওপর। অক্ষরেখার উপর নিজের চারদিকে একবার চক্কর দিতে বেশি সময় লাগছে চাঁদের। আর তাই পরিবর্তন আসবে দিনের পরিমাপে।
এ হিসাব মেনে স্টিফেন আরও বলছেন, সেই দিন বেশি দূরে নয়, যখন পৃথিবীর একদিন গণনা করা হবে ২৫ ঘণ্টায়। গবেষণাপত্রটি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশ হবার পরপরই সারা বিশ্বে বইছে আলোচনার ঝড়।