নিজেকে পরিপাটি করে সাজিয়ে তোলার জন্য একটি সুন্দর হেয়ার কাট অনিবার্য। চুল আমাদের সৌন্দর্যের বাহক। মানানসই হেয়ার কাট আমাদের সৌন্দর্যের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে পারে। ঈদের সময় সবাই নিজেকে আয়নার সামনে একটু ভিন্নভাবে সাজিয়ে-গুছিয়ে নিতে চায়। এই ভিন্নতার প্রয়োজনে দরকার হয় একটি সুন্দর হেয়ার কাট। ঈদের আগে শপিং মলগুলোতে আনাগোনার পাশাপাশি নজর রাখতে হয় মেনস পার্লার বা সেলুনগুলোতে। অনেক আগে থেকেই অনেকে হয়তো ভেবে রাখেন, এবার কেমন হেয়ার কাটটি বসাবেন চুলে। আজ আসুন, জেনে নিই কয়েকটি হেয়ার কাট সম্পর্কে।
আন্ডারকাট, পোম্পাডোর, ডিসকানেকটেড পোম্পাডোর, কুইফ, মোহাক, ফেডকাটসহ আরও অনেক ছাঁট রয়েছে আমাদের চুলের জন্য। সামাজিক অবস্থান, বয়স ও চুলের ধরনের ওপর ভিত্তি করে পছন্দ করে নেওয়া যেতে পারে কাঙ্ক্ষিত হেয়ার কাটটি।
আন্ডার কাট: এই হেয়ার কাটের নাম শুনেই বোঝা যাচ্ছে এই কাটের প্রভাব মাথার নিচের দিকে চুলের ওপর পড়বে। আর ঠিক তাই, মাথার পাশের ও পেছনের চুল ক্লিপার দিয়ে একেবারে ছোট করে কেটে ফেলা হয় এবং মাথার উপরের চুল তুলনামুলকভাবে বড় হয়। ফলে এই চুলে বিভিন্ন স্টাইল করা যায়। অনেকে এই চুলে আবার ব্যাক ব্রাশ করে কম্ব-ওভার স্টাইল করে। কেউবা আবার এলোমেলো করে রাখেন।
পোম্পাডোর: মাথার সামনের দিকে কপালের চুল অন্যান্য চুলের তুলনায় ধীরে ধীরে ছোট থেকে বড় হয়ে কপালের দিকে আসে। এই কাটকে বলে পোম্পাডোর হেয়ার কাট। এই হেয়ার কাটে কপালের সামনের চুলগুলোকে দেখতে চূড়ার মতো লাগে।
ডিসকানেকটেড পোম্পাডোর: এই হেয়ারকাটটি পোম্পাডোর হেয়ার কাটের মতোই। তবে ভিন্নতা হলো এই স্টাইলে চুল কাটার পর মাথার দুপাশে বা এক পাশে ক্ষুর দিয়ে সিঁথি কেটে দেওয়া হয়। মাথার নিচের চুলগুলো উপরের দিকের চুলগুলো থেকে আলাদা মনে হয়। তাই এই হেয়ার কাটের নাম ডিসকানেকটেড পোম্পাডোর।
কুইফ: পোম্পাডোর হেয়ারকাটে চুলগুলো পেছন দিকে আঁচড়ানো হয়। আর এই হেয়ারকাটে সামনের চুলগুলো শুধু সামনের দিকে নুইয়ে রাখা হয় বাকি সব পোম্পাডোর হেয়ার কাটের মতোই।
মোহাক: এই হেয়ার কাটটি বেশ জনপ্রিয়। এই কাটে সাধারণত ক্লিপ দিয়ে মাথার পাশের পেছনের চুলগুলো একেবারে স্কিন ফেড করে দেওয়া হয় এবং উপরের চুলগুলো শুকনো অথবা জেল দিয়ে স্পাইক করে রাখা হয়।
ফেড কাট: ফেড কাট হলো ছোট চুলের জন্য। যেহেতু গরম পড়েছে তাই ছোট চুলের হেয়ারকাট দেওয়াই উত্তম। এই কাটে চুলগুলো ক্লিপার দিয়ে ক্রমান্বয়ে কান পর্যন্ত ছোট করে কেটে ফেলা হয়। একে বলে ফেড কাট। এই কাটের মধ্যেও বৈচিত্র্য আছে যেমন লো ফেড কাট, হাই ফেড কাট, টপার।