অ্যাপসভিত্তিক বেসরকারি পরিবহন ব্যবসায় দক্ষিণ-পূর্ব এশিয়ার জায়ান্ট এখন গ্র্যাব। গেল বছরই তারা উবার অধিগ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা যাচ্ছে আরও বিস্তারে। এ জন্য অন্তত ৩০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে তারা। আর এ ক্ষেত্রে তারা পাশে পাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটকে। তারা গ্র্যাবের সঙ্গে যোগ দিচ্ছে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে। এর ফলে গ্র্যাব এখন মাইক্রোসফটের মেশিন লার্নিং আর আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করতে পারে। এই গাঁটছড়ার অংশ হিসেবে শুরুতেই গ্র্যাব ব্যবহার করতে পারবে মাইক্রোসফটের আজুরি সার্ভার। এতে করে গ্র্যাবের সুবিধা হবে রাইড অ্যাপস আর ডিজিটাল ওয়ালেটের ব্যবহারে।
পরবর্তীকালে নতুনতর সেবাও যোগ হবে। যাত্রীরা ছবি পাঠিয়ে নিজের অবস্থান জানাতে পারবেন। আর সেই ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীর ঠিকানা নিরূপণ করে ফেলবে মেশিন। এদিকে মাইক্রোসফট কত বিনিয়োগ করছে, তা না জানালেও গ্র্যাবের বিস্তৃতিতে আরও অনুঘটক হচ্ছে জাপানের সফটব্যাংক ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে। আর আগেই এক শ কোটি ডলার বিনিয়োগ করেছে টয়োটা।