চার নাট্য দম্পতির হাত ধরে বাংলা মঞ্চনাটক এগিয়েছে বহুদূর। নাট্যজগতের অগ্রজ এ চার দম্পতি হলেন আলী যাকের ও সারা যাকের, রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার, ড. ইনামুল হক ও লাকী ইনাম এবং নাসির উদ্দীন ইউসুফ ও শিমূল ইউসুফ। এ চার নাট্য দম্পতিকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে পর্দা নামল পাঁচ দিনের আইডিএলসি নাট্যোৎসবের। শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান। নাট্য উৎসব নিয়ে তিনি বলেন, ‘আইডিএলসি আয়োজিত পাঁচ দিনব্যাপী এই নাট্য উৎসবে দর্শকের আগ্রহ ও প্রাণোচ্ছল অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। উৎসবে অংশগ্রহণকারী সকল দর্শক, নাট্যদল ও কলাকুশলীকে ধন্যবাদ জানাই। আর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি নাট্যজগতের চির উজ্জ্বল চার দম্পতির প্রতি, যাঁরা আইডিএলসি প্রদত্ত এই সম্মানসূচক পদক গ্রহণ করে আমাদের এই আয়োজনকে পূর্ণতা দিয়েছেন।’
‘নাট্যমঞ্চ হোক আনন্দের উৎস’- প্রতিপাদ্যে ৪ সেপ্টেম্বার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয় এ উৎসব। বিনা মূল্যে অনলাইন নিবন্ধনের মাধ্যমে পাঁচ দিনে দশটি নাটক উপভোগ করেন দর্শকেরা। দশটি দলের প্রযোজনা নিয়ে সাজানো হয়েছিল উৎসবটি। দর্শকনন্দিত এ দশটি দল হলো প্রাঙ্গণে মোর, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা পদাতিক, পালাকার, বটতলা, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, থিয়েটার, প্রাচ্যনাট ও নাগরিক নাট্য সম্প্রদায়। সমাপনী দিনে ছিল দুই নাটক। একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাট্যদল প্রাচ্যনাট আজাদ আবুল কালামের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ করে ‘সার্কাস সার্কাস’। এরপর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করে নাটক ‘ওপেন কাপল’। দারিও ফো ও ফ্রাঙ্কা রামের রচনায় নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের।