স্মার্টফোন সর্বদা চার্জে লাগিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু বর্তমান যুগে প্রতিনিয়তই এ ফোন ব্যবহার করতে হয়। যেহেতু এটি একটি ইলেকট্রনিক ডিভাইস, তাই এর চার্জ দেওয়া প্রয়োজন। এর আগে আমরা চার্জিং ডিভাইস পাওয়ার ব্যাংকের নাম শুনেছি। এবার চার্জ দেওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ উন্নত হলো। স্মার্টফোন চার্জ হবে পানি দিয়ে। বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছে, যা দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। ডিভাইসটির নাম পাওয়ার কার্ড, যাতে ব্যবহার করা হবে লবণাক্ত পানি। এটি ইলেকট্রন উৎপন্ন করবে এবং পাওয়ার ব্যাংকের মতোই এর মাধ্যমে চার্জ দেওয়া যাবে।
জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান ডিভাইসটি আবিষ্কার করেছে। ১৮০০ মিলি অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে ডিভাইসটি। এটি দিয়ে ফোন, ট্যাবলেটসহ ল্যাপটপও চার্জ দেওয়া যাবে।