যানজটের নগরী ঢাকা। রাস্তায় বের হলেই সারি সারি গাড়ি। চাকা দুবার ঘুরতেই আবারও থেমে যেতে হয়। তার মধ্যে গাড়ি পার্ক করা প্রায় অসম্ভব ব্যাপার। তা ছাড়া এখানে–সেখানে পার্ক করা তো অপরাধ। সে ক্ষেত্রে রয়েছে পুলিশের ঝক্কি। গুনতে হয় জরিমানাও। আর নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।
গাড়ি পার্কিংয়ের এই অসুবিধা দূর করতেই বাজারে এসেছে পার্কিং অ্যাপ ‘পার্কিং কই’।
অ্যাপটিতে নিবন্ধন করলে আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে গাড়ি পার্কিংয়ের উপযোগী জায়গার সন্ধান পেয়ে যাবেন নিমেষেই। নির্ধারিত পার্কিংয়ের জায়গার পাশাপাশি বিভিন্ন বাসা বা অফিসের গ্যারেজেও গাড়ি রাখার সুযোগ মিলবে এই অ্যাপের মাধ্যমে। তবে নিরাপত্তার স্বার্থে গাড়ির চালক ও পার্কিং মালিক, উভয়েরই জাতীয় পরিচয়পত্র যাচাই করার পর সেবাটি ব্যবহার করা যাবে।
‘পার্কিং কই’-এর প্রতিষ্ঠাতা রাফাত রহমান জানান, অ্যাপটি গাড়ি চালক ও গ্যারেজের মালিকের মধ্যে সমন্বয় করে দেয়। পার্কিংয়ের সন্ধান দেওয়ার পাশাপাশি সেখানে যাওয়ার পথনির্দেশনাও দিয়ে দেয় অ্যাপটি।
কিন্তু লেনদেন কীভাবে? পার্কিংয়ের অবস্থান ও সময় অনুযায়ী প্রতি ঘণ্টায় খরচ হবে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। চাইলে পার্কিংয়ের জায়গাটি দিন বা সপ্তাহ চুক্তিতেও ভাড়া নেওয়া যাবে এ অ্যাপ ব্যবহার করে।