গত মঙ্গলবার মধ্যরাতে ‘গ্রেইস-ফো’ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। এটি পাঠানো হয় স্পেসএক্স-এর ফ্যালকন ৯ নামের রকেটের মাধ্যমে। পৃথিবীর পানির পরিমাণ হিসাব করবে গ্রেইস-ফো। নাসা জানিয়েছে, স্যাটেলাইটগুলো বর্তমানে ৩০৫ মাইল উচ্চতায় রয়েছে। ঘণ্টায় ১৬ হাজার ৮০০ মাইল বেগে এটি ঘুরছে। গ্রেইস-ফো পৃথিবীকে প্রতিদিন বেশ কয়েকবার প্রদক্ষিণ করছে। স্যাটেলাইট উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন আমেরিকান জোতির্বিজ্ঞানী থমাস জারবুচেন। তিনি বলেন, পৃথিবী কীভাবে কাজ করে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে গ্রেইস-ফো। এই মিশনের মাধ্যমে পৃথিবীর পানিচক্রের মূল বিষয়গুলো পর্যালোচনা করা হবে। মানুষের জীবনযাপন আরও উন্নত করার জন্য বিশ্বজুড়ে গ্রেইস-ফো ডেটা ব্যবহার করা হবে। বন্যার আশঙ্কা থেকে শুরু করে ভূগর্ভের জলস্তর কীভাবে ব্যবস্থাপনা করা হবে- সবকিছু সম্পর্কে তথ্য দেবে এই স্যাটেলাইট। পাঁচ বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। ভরের পরিবর্তনের কারণে পৃথিবীর মহাকর্ষীয় টান কীভাবে পরিবর্তন হয়, তা-ও এটি পরিমাপ করবে। ভরের স্থানান্তর সম্পর্কে পর্যালোচনা করবে এটি। স্যাটেলাইটগুলোর মাধ্যমে পাওয়া তথ্যের সাহায্যে জলবায়ুর পরিবর্তন প্রক্রিয়া পরিমাপের আশা করছে মার্কিন মহাকাশ গবেষণার এই প্রতিষ্ঠান।
Related Projects
‘মজার ইশকুল’-এর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে কেএফসি
- June 5, 2022
কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) ভোজনরসিকদের…
স্প্রিং ২০২৩: সাংহাইয়ের সেরা স্ট্রিট স্টাইল
- September 25, 2022
ক্যানভাস ডেস্ক সাম্প্রতিক লকডাউন কাটিয়ে…