গত মঙ্গলবার মধ্যরাতে ‘গ্রেইস-ফো’ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। এটি পাঠানো হয় স্পেসএক্স-এর ফ্যালকন ৯ নামের রকেটের মাধ্যমে। পৃথিবীর পানির পরিমাণ হিসাব করবে গ্রেইস-ফো। নাসা জানিয়েছে, স্যাটেলাইটগুলো বর্তমানে ৩০৫ মাইল উচ্চতায় রয়েছে। ঘণ্টায় ১৬ হাজার ৮০০ মাইল বেগে এটি ঘুরছে। গ্রেইস-ফো পৃথিবীকে প্রতিদিন বেশ কয়েকবার প্রদক্ষিণ করছে। স্যাটেলাইট উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন আমেরিকান জোতির্বিজ্ঞানী থমাস জারবুচেন। তিনি বলেন, পৃথিবী কীভাবে কাজ করে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে গ্রেইস-ফো। এই মিশনের মাধ্যমে পৃথিবীর পানিচক্রের মূল বিষয়গুলো পর্যালোচনা করা হবে। মানুষের জীবনযাপন আরও উন্নত করার জন্য বিশ্বজুড়ে গ্রেইস-ফো ডেটা ব্যবহার করা হবে। বন্যার আশঙ্কা থেকে শুরু করে ভূগর্ভের জলস্তর কীভাবে ব্যবস্থাপনা করা হবে- সবকিছু সম্পর্কে তথ্য দেবে এই স্যাটেলাইট। পাঁচ বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। ভরের পরিবর্তনের কারণে পৃথিবীর মহাকর্ষীয় টান কীভাবে পরিবর্তন হয়, তা-ও এটি পরিমাপ করবে। ভরের স্থানান্তর সম্পর্কে পর্যালোচনা করবে এটি। স্যাটেলাইটগুলোর মাধ্যমে পাওয়া তথ্যের সাহায্যে জলবায়ুর পরিবর্তন প্রক্রিয়া পরিমাপের আশা করছে মার্কিন মহাকাশ গবেষণার এই প্রতিষ্ঠান।
Related Projects
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৪
- September 12, 2024
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১৬টি বিজয়ী এবং ২৩টি অনারেবল মেনশন প্রাপ্ত ব্র্যান্ডকে এই সম্মাননা দেওয়া হয়
যুগপূর্তিতে সিক্স সিজনস হোটেল
- October 21, 2025
অনুষ্ঠানে ছিল কেক কাটিং, ফটো সেশন, লাইভ মিউজিক, র্যাফেল ড্র, গালা ডিনারসহ নানা আকর্ষণীয় আয়োজন

