গত মঙ্গলবার মধ্যরাতে ‘গ্রেইস-ফো’ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। এটি পাঠানো হয় স্পেসএক্স-এর ফ্যালকন ৯ নামের রকেটের মাধ্যমে। পৃথিবীর পানির পরিমাণ হিসাব করবে গ্রেইস-ফো। নাসা জানিয়েছে, স্যাটেলাইটগুলো বর্তমানে ৩০৫ মাইল উচ্চতায় রয়েছে। ঘণ্টায় ১৬ হাজার ৮০০ মাইল বেগে এটি ঘুরছে। গ্রেইস-ফো পৃথিবীকে প্রতিদিন বেশ কয়েকবার প্রদক্ষিণ করছে। স্যাটেলাইট উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন আমেরিকান জোতির্বিজ্ঞানী থমাস জারবুচেন। তিনি বলেন, পৃথিবী কীভাবে কাজ করে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে গ্রেইস-ফো। এই মিশনের মাধ্যমে পৃথিবীর পানিচক্রের মূল বিষয়গুলো পর্যালোচনা করা হবে। মানুষের জীবনযাপন আরও উন্নত করার জন্য বিশ্বজুড়ে গ্রেইস-ফো ডেটা ব্যবহার করা হবে। বন্যার আশঙ্কা থেকে শুরু করে ভূগর্ভের জলস্তর কীভাবে ব্যবস্থাপনা করা হবে- সবকিছু সম্পর্কে তথ্য দেবে এই স্যাটেলাইট। পাঁচ বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। ভরের পরিবর্তনের কারণে পৃথিবীর মহাকর্ষীয় টান কীভাবে পরিবর্তন হয়, তা-ও এটি পরিমাপ করবে। ভরের স্থানান্তর সম্পর্কে পর্যালোচনা করবে এটি। স্যাটেলাইটগুলোর মাধ্যমে পাওয়া তথ্যের সাহায্যে জলবায়ুর পরিবর্তন প্রক্রিয়া পরিমাপের আশা করছে মার্কিন মহাকাশ গবেষণার এই প্রতিষ্ঠান।
Related Projects
সাদাকালোর আজরাখ
- March 24, 2024
এবার সাদাকালো এই প্রিন্টে ভিন্ন মাত্রা যুক্ত করতে স্ক্রিন, ব্লক, এম্ব্রয়ডারি-সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, মেয়েদের টপস্, কুর্তিসহ শিশুদেরও পোশাক তৈরি করেছে
একুশ নিয়ে কে ক্র্যাফট
- February 19, 2025
রঙের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদাকে
নতুন রিয়েলমি স্মার্টফোন কিনলেই ফ্রি ইন্টারনেট
- January 25, 2021
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিয়ে এসেছে…

