প্রতি মাসেই কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে ত্বকচর্চার জন্য বেছে নিচ্ছেন স্যালনের সার্ভিস লিস্টের লেটেস্ট সব ফেশিয়াল। কিন্তু এর ফলাফলে পুরোপুরি দিলখুশ হচ্ছে না। এমনকি বেশি দিন টিকেও থাকছে না এর সুফল। বিশেষজ্ঞদের মতে, ফেশিয়াল করার পরে এমন কিছু ভুল করে ফেলেন ক্লায়েন্টরা যে এর কার্যকারিতাই নষ্ট হয়ে যায়। ভুলগুলো আপনারও হয়ে যাচ্ছে না তো?
❙ ফেশিয়াল সেরে কখনোই স্টিম বা সনা রুমে চলে যাবেন না। কারণ, ফেশিয়ালের সময় ত্বকে স্টিম দেওয়াই হয়। এর পরপরই আবার স্টিম নিলে ত্বকের উজ্জ্বলতা তো বাড়বেই না, দেখাবে ম্যাড়ম্যাড়ে।
❙ ঘণ্টাব্যাপী করা ফেশিয়ালে দক্ষ হাতেই ত্বক পরিষ্কারের কাজ হয়ে যায়। তাই এর পরপরই আবার কোনো ক্লিনজিং প্রডাক্ট ব্যবহার না করাই ভালো ত্বকে। উল্টো হিতে বিপরীতটাই হবে।
❙ অন্তত ৭২ ঘণ্টা পর্যন্ত কোনো ধরনের অ্যাট হোম পিল যেমন আলফা হাইড্রোক্সি অ্যাসিড পিল কিংবা রেটিন এ এড়িয়ে যাওয়া উচিত। কারণ, ফেশিয়ালের পর ত্বক এমনিতেই স্পর্শকাতর থাকে। সে ক্ষেত্রে কেমিক্যালে পূর্ণ প্রডাক্টগুলো ব্যবহার না করাই হবে বুদ্ধিমানের কাজ।
❙ রোদে বেরোনো যাবে না একদমই। কারণ, ফেশিয়ালের পর ত্বকের উপরিভাগে একদম নতুন কোষগুলো থাকে। যা স্বভাবতই স্পর্শকাতর এবং সূর্যের তাপে সহজেই পুড়ে যায়। তাই সানস্ক্রিন ইজ আ মাস্ট।
❙ ফেশিয়ালের পরপরই মেকআপ মেখে ফেলবেন না মুখে। কারণ, এগুলোতে থাকা কেমিক্যাল তখন সহজেই ত্বকের ক্ষতি করে দিতে পারে। তাই কয়টা দিন নিজের সহজ স্বাভাবিক সৌন্দর্যকেই না হয় মেলে ধরলেন সবার সামনে।