ফোনে চার্জ হওয়া নিয়ে কত যে বিড়ম্বনা। হয়তো চার্জ হয় না কিংবা চার্জ বেশিক্ষণ থাকে না–এমন সমস্যা তো আছেই। পাশাপাশি কোথাও বেড়াতে যাওয়ার সময় মনের ভুলে চার্জার বাড়িতে ফেলে যাওয়ার সমস্যা তো আছেই। কেমন হতো যদি ফোন চার্জ হতো বাতাসে? তেমনই আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন স্মার্টফোন বাজারে আনছে স্যামসাং। এ ফোন চার্জ হবে বাতাসে। এখানেই শেষ নয়, এটি ভাঁজ করে রাখা যাবে পকেটে।
স্যামস্যাংয়ের দাবি, চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন গ্যালাক্সি টেন-এর ব্যাটারি মৃদু বাতাসের সংস্পর্শে এলেই চার্জ হতে শুরু করবে।
স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তির এই ফোনে আছে ৭.৫ ইঞ্চির এলইডি স্ক্রিন। এটি কাগজের মতোই পাতলা। ফোনটিকে সহজেই দুই থেকে তিনটি ভাঁজ করা যাবে। তবে পাতলা বলে ক্ষতির কোনো আশঙ্কা নেই, কেননা এর স্ক্রিনের কাচ যথেষ্ট মজবুত। শুধু কি তাই! ভাঁজ করে রাখা ফোন খোলা হলেও ভাঁজের জন্য কোনো রেখা বা দাগ আলাদা করে দেখা যাবে না।
স্যামসাং-এর জানানো তথ্য অনুযায়ী, এ ফোনে আছে ৬ জিবি র্যাম। এর ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি।
এতে আছে কোয়াড কোর প্রসেসর। ফোনের সামনের দিকের ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ১৮ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন। এ ফোন বাজারে আসবে চলতি বছরের আগস্টে। এর দাম এখনো ধার্য করা হয়নি।