এক্সোটিক অ্যানিমেল স্কিনে তৈরি পোশাকের সংগ্রহ প্রদর্শনীতে নিষেধাজ্ঞা দিলো লন্ডন ফ্যাশন উইক কর্তৃপক্ষ। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের (বিএফসি) টেইসই উদ্যােগকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত।
ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকগুলোর মধ্যে মর্যাদাপূর্ণ ‘বিগ ফোরে’র প্রথমটি হিসেবে অফিশিয়াল লন্ডন ফ্যাশন উইক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হতে চাইলে ডিজাইনাররা নতুন এ নিয়ম মানতে বাধ্য থাকবেন। ‘বিগ ফোরে’র অন্য তিন সদস্য মিলান, প্যারিস ও নিউইয়র্ক ফ্যাশন উইক অবশ্য এখনো এ ধরনের নীতি প্রণয়ন করেনি। তবে, চলতি বছরের শুরুর দিকে কোপেনহেগেন ফ্যাশন উইক ক্যাটওয়াকে যেকোনো ধরনের এক্সোটিক স্কিন ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।
দিনকয়েক আগে নিউইয়র্ক পোস্টকে বিএফসির এক মুখপাত্র বলেন, ‘ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ইতিবাচক ফ্যাশন উদ্যােগের অংশ হিসেবে লন্ডন ফ্যাশন উইক এখন থেকে ফার-মুক্ত, ওয়াইল্ড স্কিন-মুক্ত এবং এক্সোটিক স্কিন-মুক্ত।’
বলে রাখা ভালো, পশু-পাখির চামড়া ও পালক থেকে ফ্যাশন পণ্য তৈরির বিরুদ্ধে বহুদিন ধরেই সোচ্চার আন্তর্জাতিক সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা)। বিভিন্ন আয়োজনের পাশাপাশি এমনকি বেশ কিছু ফ্যাশন শোর রানওয়েতে হানা দিয়েও বহুবার প্রতিবাদ জানিয়েন এর সদস্যরা।
- ক্যানভাস অনলাইন
প্রতীকী ছবি: ইন্টারনেট; কোলাজ: ক্যানভাস