লাল, সাদা ও বেগুনি ফলধারী জাত দেখা যায়। করমচা থেকে পাওয়া যায় প্রচুর পটাশ, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন সি। কাঁচা করমচা গায়ের ত্বক ও রক্তনালি শক্ত ও রক্তক্ষরণ বন্ধ করে। পাতা গরম পানিতে সেদ্ধ করে পান করলে কালাজ্বর নিরাময়ে উপকার পাওয়া যায়। শিকড়ের রস গায়ের চুলকানি ও কৃমি দমনে সাহায্য করে। টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদী এলাকায় বেশি উৎপন্ন হয়। জ্যাম, জেলি, আচার তৈরিতে এটি ব্যবহৃত হয়।
Related Projects
অনার স্মার্টফোনে ‘অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার’
- June 9, 2024
অনারের ম্যাজিক ভি২, এক্স৯বি, ৯০লাইট, এক্স৮বি, এক্স৭বি, এক্স৬এ এবং এক্স৫প্লাস স্মার্টফোনগুলোতে অবিশ্বাস্য ক্যাশব্যাক এবং ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেটের এই ক্যাম্পেইন চলবে জুন মাসজুড়ে

