আজ মহানগরের ‘ছায়ানট’-এ বাংলা লোকসঙ্গীত ও গণসঙ্গীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভেন্দু মাইতি। সঙ্গীত পরিবেশন ছাড়াও বাংলা গানের পরম্পরা নিয়ে আলাপ করবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক সংগঠন ‘কৃষ্টি’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ছায়ানট সংগীত ভবনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এরপর আগামী ৩১ জুলাই রাজশাহী শিল্পকলা একাডেমীতে দুপুর ৩ টা থেকে ৫টা পর্যন্ত গান-গল্প ও সন্ধ্যা ৬টা পর্যন্ত শিল্পী শুভেন্দু মাইতির সঙ্গীত ও সঙ্গীতের আলাপ সংক্রান্ত আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ‘কৃষ্টি’।
ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত লোকসঙ্গীত গবেষক ও গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। বাংলার লোকজীবন থেকে গান সংগ্রহ ও তার প্রসারের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। তিনি বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পীসংঘ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন তিনি কাজ করেছে। তাঁর হাত ধরেই পশ্চিমবঙ্গের ‘লালন আকাদেমি’ তৈরি হয় ২০০২ সালে। কবীর সুমনের মতো সঙ্গীতশিল্পীর উত্থানের পিছনেও অবদান রয়েছে এই শিল্পী।