বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি)-এর ‘বিউটি অ্যান্ড হেয়ার ফেস্ট ২০২৪’ আয়োজনের প্রথম দিন [১১ ফেব্রুয়ারি ২০২৪] ‘সাফল্যের দ্বার উন্মোচন: ব্যবসায় সমস্যা ও সমাধান’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে আলোচক প্যানেলে ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী রেজওয়ানা হাসান, বাংলাদেশ রাজস্ব বোর্ডের সদস্য ইকবাল হোসেন এবং বিএসওএবি’র প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। সাবলীল এই সেশনের সঞ্চালক ছিলেন ফ্যাশন ও বিউটি বিষয়ক সাংবাদিক শেখ সাইফুর রহমান।
উপস্থিত অতিথিরা নিজ নিজ দক্ষতার জায়গা থেকে বিউটি ইন্ডাস্ট্রি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং দর্শকের প্রশ্নের উত্তর দেন। সৌন্দর্য শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে তাদের টিন নম্বর, বিন নম্বর তৈরি করবেন এবং বাৎসরিক আয়কর প্রদান করবেন, সে বিষয়ে তথ্যবহুল বক্তব্য রাখেন এনবিআর-এর ইকবাল হসেইন।
কানিজ আলমাস খান এই সেক্টরে পরিপূর্ণ জরিপের প্রয়োজন তুলে ধরেন এবং এ বিষয়ে সরকারের সাহায্য কামনা করেন। রিজওয়ানা হাসান পরিবেশের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক তুলে ধরেন এবং এ সেক্টর নিয়ে কর্মরত ব্যক্তিদের দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে আহ্বান জানান।
উপস্থিত দর্শকেরা সেশনটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ তাদের প্রশ্নের উত্তর দেন, যা সকলের জন্য উপকারী হয়েছে বলে দর্শকদের মতামতে জানা যায়।
- লেখা ও ছবি: সারাহ্ দীনা