হাজারখানেক দুষ্প্রাপ্য বাংলা গ্রন্থ ডিজিটাইজ করল ব্রিটিশ লাইব্রেরি। দক্ষিণ এশিয়ার বিপুল গ্রন্থের মধ্য থেকে হাজারখানেক বাংলা বইকে ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। ভারতীয় উপমহাদেশের মুদ্রণ প্রজেক্টের হয়ে এ কাজ করছে ব্রিটিশ লাইব্রেরি। এই প্রজেক্টের লক্ষ্য ৪ হাজার বাংলা বই ডিজিটাইজ করা।
উপমহাদেশের দুষ্প্রাপ্য বইয়ের ডিজিটাল সংরক্ষণের জন্য ২০১৫ সালে নিউটন ফান্ড থেকে তহবিলের অর্থ পেয়েছিল ব্রিটিশ লাইব্রেরি। সেই অর্থায়নেই এই প্রজেক্টের কাজ সম্পন্ন হচ্ছে। ২০১৬-১৮ পর্যন্ত এই প্রজেক্টের সময়কাল।যদিও এই সময়কাল কাজের পরিধির সঙ্গে আরও বাড়তে পারে বলে জানা গেছে। কারণ ব্রিটিশ লাইব্রেরির সঙ্গে এই প্রজেক্টে যৌথ দায়িত্বভার সামলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস, সৃষ্টি ইনস্টিটিউট অব আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ভারতের ন্যাশনাল লাইব্রেরি, লন্ডনের এসওএএসসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
বিপুলসংখ্যক বাংলা বইয়ের প্রায় ৮ লাখ পাতা ডিজিটাইজ করার পাশাপাশি ডিজিটাল সংরক্ষণের বিষয়ে ওয়ার্কশপ, প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে এই প্রজেক্টের আওতায়। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ধর্ম, দর্শন, অনুবাদ ইত্যাদি নানা শাখার গ্রন্থ রয়েছে বইয়ের তালিকায়।