skip to Main Content
বিশ্বরঙে দুর্গোৎসব

বলা হয়, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম হলো দুর্গোৎসব। এই উৎসবের আনন্দকে আরও রাঙিয়ে দিতে অগ্রপথিক হিসেবে এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ১৯৯৪ সালে ‘দুর্গোৎসব’ নিয়ে প্রথম কাজ শুরু করেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তার গড়া জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর মাধ্যমে। যা অনুকরণীয় হয়ে চলছে এখনো।

যদিও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই দুর্গোৎসব নিয়ে কাজ করেন, যা সে সময়ে আজকের মতো এতটা সহজ ছিল না; নতুন ট্রেন্ডে ফ্যাশনপ্রেমীদের উদ্ধুদ্ধ করতে হয়েছে বছরের পর বছর।

দীর্ঘ ২৯ বছর ধরে বিশ্বরঙ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি দুর্গাপূজা ২০২৪-এর পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে দুর্গা প্রতিমার প্রতিকৃতি, প্রকৃতির নান্দনিক রূপের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে দুর্গা মোটিফ, মন্ত্র ইত্যাদি। উপস্থাপন করা হয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্ট ইত্যাদির মলিন সারফেসে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা।

বরাবরের মতো মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশনই থাকছে বিশ্বরঙের ‘দুর্গাপূজা ২০২৪’ সংকলনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুর্গাপূজা ২০২৪ সংকলনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফন-সহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড় তো থাকছেই।

পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে; পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি।

দশমীর দিন পর্যন্ত বিশ্বরঙের সকল শোরুমে এবং অনলাইনে দুর্গাপূজা ২০২৪ সংকলনের পোশাক প্রদর্শনী চলবে। পোশাক সংক্রান্ত যেকোনো তথ্য পেতে ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করুন। অথবা ভিজিট করুন ই-কমার্স সাইট: www.bishworang.com.bd; ফেসবুক পেজ: BISHWORANG এবং ইনস্টাগ্রাম: bishworang_official।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: বিশ্বরঙ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top