ক্যানভাস রিপোর্ট
ওয়াসফিয়া নাজরীন । বাংলাদেশি আলোকিত পর্বতারোহী। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খ এভারেস্ট চূড়ায় পা রেখেছেন এক দশক আগে। এরপর প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্খ কে-টুর চূড়াও জয় করেছেন গত বছর (২০২২)।
সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্খ জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া এই পর্বতারোহী এবার পেলেন এক দারুণ সম্মান। মর্যাদাপূর্ণ ‘২০২৩ উইমেন অব মাউন্টেইনারিং ওয়াল ক্যালেন্ডার’-এ জায়গা পেলেন তিনি। এডব্লিউই সামিট স্কলারশিপ ফাউন্ডেশন প্রকাশিত এই ক্যালেন্ডারে পর্বতারোহনে অনুপ্রেরণাদায়ী নারীরা জায়গা পেয়ে থাকেন।
ফাউন্ডেশনটির ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে ওয়াসফিয়ার পরিচয় লেখা রয়েছে, প্রথম বাংলাদেশি ও বাঙালি হিসেবে তিনি সেভেন সামিট সম্পন্ন করেছেন।
ক্যালেন্ডারটিতে ওয়াসফিয়ার পাশাপাশি আরও জায়গা পেয়েছেন আমেরিকা অঞ্চলের প্রথম নারী হিসেবে সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়াই কে-টু সামিট সম্পন্নকারী কার্লা পেরেজ [ইকুয়েডর], প্রথম নেপালি নারী হিসেবে আইএফএমজিএ মাউন্টেন গাইডে জায়গা করে নেওয়া দাওয়া ইয়াংজুম শেরপা [নেপাল], মাউন্ট ভিনশনে সামিটকারী প্রথম ট্রান্স মাউন্টেনার ইরিন পারিসি [যুক্তরাষ্ট্র], প্রথম নারী হিসেবে সাপ্লিমেন্টাল অক্সিজেন কিংবা পোর্টারের সাহায্য ছাড়াই বিশ্বের ১৪x৮০০০ মিটার পর্বতচূড়ায় আরোহণকারী গার্লিন্ড কাল্টেনব্রানার [অস্ট্রেলিয়া], সবচেয়ে কমবয়সী হিসেবে ১২x৮০০০ মিটার পর্বতচূড়ায় (এর মধ্যে পাঁচটিই সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া) আরোহণকারী গ্রেস সেং [তাইওয়ান], আংশিক অন্ধত্ব নিয়েও ৮০০০ মিটার উচ্চতার ১৪টি পর্বতচূড়ার সবগুলোতে আরোহণের পথে এগিয়ে যাওয়া জিল হুইটলি [কানাডা], প্রথম নারী হিসেবে এক মৌসুমেই বিশ্বের ১১টি ১৪x৮০০০ মিটার পর্বতচূড়া জয়কারী ক্রিস্টিন হ্যারিলা [নরওয়ে], সবচেয়ে কমবয়সী আমেরিকান নারী হিসেবে এভারেস্টে সামিটকারী লুসি ওয়েস্টলেক [যুক্তরাষ্ট্র], প্রথম আমেরিকান নারী হিসেবে সাপ্লিমেন্টাল অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্টে সামিট ও অবতরণকারী মেলিসা অ্যার্নট [যুক্তরাষ্ট্র], একটি উইমেন অ্যান্ড পিটিধর আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যালে ক্লাইম্বকে নেতৃত্বধানকারী পেশাদার আইস অ্যান্ড রক ক্লাইম্বার প্রেরণা দাঙ্গি [ভারত] এবং প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে এভারেস্ট সামিটকারী সোফিয়া ডেনেনবার্গ [যুক্তরাষ্ট্র]।
মর্যাদাপূর্ণ এই ক্যালেন্ডারে জায়গা করে নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াসফিয়া নাজরীন। বলে রাখা ভালো, ক্যালেন্ডারটি সামিট স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে কেনা যাবে, ৩০ ডলারে।