ইদানীং রোজ দুপুরে কলকাতার বিভিন্ন এলাকায় চাকরিজীবী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের লম্বা লাইন পড়ছে। লম্বা এই লাইনের কারণ, মাত্র ৬ রুপিতে সেরে ফেলা যাচ্ছে দুপুরের নিরামিষ আহার। কলকাতা পৌরসভা মূলত নিম্নবিত্ত এবং প্রান্তিক মানুষের জন্য সরকারি উদ্যোগে এ ব্যবস্থা করেছে। তবে নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষদের পাশাপাশি দুর্মূল্যের বাজারে সামান্য মূল্যের লাঞ্চ সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন মধ্যবিত্তরাও। মেনুতে রয়েছে, ভাত, ডাল, সবজি ও চাটনি।
জানা যাচ্ছে কলকাতা পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ভর্তুকিসহ এই খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। লক্ষ্য, শহরে কাজের জন্য আসা নিম্নবিত্ত মানুষ যাতে নামমাত্র অর্থমূল্যে দুপুরে পেট ভরে খেতে পারেন। খাবারের মানও যথেষ্ট ভালো। পাইস হোটেলের খাবারের থেকে ফুটপাতে এই সরকারি খাবার মানের দিক থেকে ভালো বলে জানিয়েছেন ক্রেতারা। আপাতত, দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী চত্বর ও শিশুমঙ্গল হাসপাতাল-সংলগ্ন এলাকায় স্বল্পমূল্যের এই খাবার বিক্রি হচ্ছে। তবে খুব শিগগির উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় কম দামের খাবার বিক্রির এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করার ক্ষেত্রে মূল কারিগর কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার।