ক্যানভাস রিপোর্ট:
১৭ টি ইভেন্টে নিয়ে মেড ইন বাংলাদেশ উইক চলবে ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। সপ্তাহব্যপী এই আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সহযোগিতায় আছে বাংলাদেশ অ্যাপারেল এক্সেঞ্জ (বিএই)। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকবৃন্দ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক এবং আমাদের দেশের ব্র্যান্ডিং বিশ্বের মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে মেড ইন বাংলাদেশ উইক। করোনা মহামারী থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। টেকসইতত্ত্বকে প্রাধান্য দিয়ে কাজ করছি নিরলস। এই বিষয়গুলি বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্যেই এই আয়োজন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে তৈরি পোশাকের মান দিন দিন উন্নত হয়েছে, হচ্ছে। পরিবেশবান্ধব কারখানা তৈরিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পণ্য জাহাজীকরণ দ্রুত হয়েছে। বন্দরগুলি আধুনিকায়ন করা হয়েছে। স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। ওয়্যার হাউজের ক্ষেত্রেও আধুনিকায়ন করা হচ্ছে। তৈরি পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া আরও বেশি ব্যবসা বান্ধব করে তোলা হচ্ছে। এসব বিষয় আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এতে বাংলাদেশ এবং এর তৈরি পোশাক শিল্প সম্পর্কে সকলের কাছে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে আমরা মনে করি।’
৭ দিনের আয়োজনে বাংলাদেশের তৈরি পোশাকের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে দেশি বিদেশী অতিথিদের সামনে। এর মধ্যে রয়েছে ঢাকা অ্যাপারেল সামিট, ৩৭ তম ইন্টারব্যাশনল অ্যাপারেল ফেডারেশন ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন, ঢাকা অ্যাপারেল এক্সপো, বাংলাদেশ ডেনিম এক্সপো, দ্য সাসটেইনঅ্যাবেল লিডারশিপ অ্যাওয়ার্ড, সাসটেইনঅ্যাবেল ডিজাইন এন্ড ইনোভেশন অ্যাওয়ার্ড, মেইড ইন বাংলাদেশ উইক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, এন আর বি অ্যাওয়ার্ড, ফ্যাশন রানওয়ে শো, গ্রিন ফ্যাক্টরি ট্যুর, গ্লোবাল লাউঞ্চিং অব বিজিএমইএ ইনোভেশন সেন্টার এবং নেটওয়ার্কিং ডিনার।