ঈদ ট্রেন্ডে মেহেদি কতটা গুরুত্বপূর্ণ, সেটা ঈদের মৌসুমে বেশ ভালোভাবেই উপলব্ধি করা যায়। মেহেদির রং গাঢ় হওয়া নিয়েও রয়েছে কৌতূহল। মেহেদি লাগানো নিঃসন্দেহে ধৈর্যশীল একটি শিল্প। ঈদ মৌসুমে অনেকেই মেহেদি আর্টিস্টদের কাছে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করে আসেন। পছন্দসই ডিজাইন না হলে মনটাই কেমন ভেঙে যায়।
যেই মেহেদি নিয়ে এত কিছু, সেটার রং যদি গাঢ় না হয়, তাহলে মেহেদির রঙের সঙ্গে সঙ্গে ঈদটাও কেমন যেন ফিকে হয়ে যায়। তাই ঝুঁকি নেওয়া নিষ্প্রয়োজন। আসুন, জেনে নিই মেহেদির রং গাঢ় করার কিছু কৌশল।
মেহেদি লাগানোর আগে: মেহেদি লাগানোর আগে হাত দুটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। অন্যথায় হাতে রং তেমন একটা বসে না। সঙ্গে একটি পুরোনো কাপড় রাখুন। যাতে মেহেদি পরার সময় কোথাও একটু ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে পারেন। একটা সুচেরও বন্দোবস্ত করে রাখতে পারেন। টিউবের মুখ বন্ধ হয়ে গেলে সুচ কাজে লাগবে।
ওয়াক্সিং, ম্যানিকিউর, পেডিকিউর করার ঠিক পর মুহূর্তে মেহেদি লাগাবেন না। এতে করে মেহেদির রং পানসে বাদামি বর্ণ ধারণ করতে পারে।
মেহেদি লাগানোর সময় বেশি নড়াচড়া করবেন না।
ঘরে বাটা মেহেদিতে পেয়ারা পাতা, লেবুর রস, চা ইত্যাদি ব্যবহার করলে মেহেদির রং গাঢ় হয়। কেননা, এগুলো মেহেদির কালারিং প্রপার্টি সক্রিয় করে তোলে।
গাঢ় রং পেতে: যে বিশেষ দিনের জন্য হাত রাঙাতে চাইছেন, তার ঠিক ২৪ ঘণ্টা আগে মেহেদি নিলে ভালো রং পাবেন। কেননা, মেহেদির প্রকৃত রং ফোটে ঠিক ২৪ ঘণ্টা পর।
মেহেদি লাগিয়ে অন্তত ছয় ঘণ্টা ধরে রাখুন। তা শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে না ধোঁয়া ভালো। সাধারণ তেল বা আচারের তেল দিয়ে হাতে শুকিয়ে যাওয়া মেহেদি উঠাতে পারেন। মেহেদি তোলার পর কমপক্ষে ১২ ঘণ্টা হাতে পানি না লাগানো ভালো। পানি লাগানে মেহেদির রং দুই থেকে তিন শেড হালকা হয়ে যায়।
একটি পাত্রে কয়েকটি লবঙ্গ দিন। যখন ধোঁয়া ওঠা শুরু করবে তখন সেই ধোঁয়ায় হাতের তালু সাবধানে মেলে ধরুন। গাঢ় রং পাবেন।