রাস্তাঘাটে মাঝে মাঝে কুকুর তাড়া করতেই পারে। এমন সময়ে অনেকে বিব্রত হয়ে পড়েন। কুকুর তাড়া করলে কী করা উচিত, তা অনেকেই জানি না। ফলে তা আরও বিপদ ডেকে আনে। কুকুর তাড়া করলে পরিস্থিতি মারাত্মক হয়ে পড়ে। অনেক সময়ে কামড়ও বসিয়ে দেয়। এমনই ঘাড়ের ওপর কোথাও কামড় লাগলে তাতে প্রাণহানিরও শঙ্কা থাকে। আসুন, জেনে নিই কুকুর তাড়া করলে কী করবেন?
১. কুকুরকে ভয় পাবেন না এবুং অযথা আতঙ্কিত হবেন না। কারণ মানুষের ভয়ভীতি কুকুর তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে টের পায়। যথাসম্ভব শান্ত থাকুন।
২. দৌড় দেওয়ার চেষ্টা করবেন না, এটি কুকুরকে আরও উত্তেজিত করবে। কারণ গতিশীল বস্তু দেখলে কুকুর আরও আক্রমণাত্মক হয়ে পড়ে।
৩. হাঁটার গতি কমিয়ে আনুন। প্রয়োজন হলে থেমে যান। কুকুর শান্ত হলে আবার ধীরে ধীরে হাঁটা শুরু করুন।
৪. কুকুরের মুখোমুখি না দাঁড়িয়ে এক পাশে দাঁড়ান। এর ফুলে কুকুরের দৃষ্টিতে আপনাকে আরও হালকা লাগবে। ফলে কুকুরটি ভীত হয়ে যাবে না। কারণ তাড়া ভীত হলেই আক্রমণাত্মক হয়।
৫. সরাসরি কুকুরের চোখের দিকে তাকাবেন না। কুকুরের দিকে আড়চোখে তাকান। সরাসরি তাকালে কুকুর আরও হিংস্র হয়ে উঠতে পারে।
৬. দুই হাত বুকের কাছে রাখুন, এতে কুকুর ভাববে আপনি রক্ষণাত্মক।
৭. হাতে কিছু থাকলে তা অন্যদিকে ছুড়ে মারুন। কুকুরের মনোযোগকে অন্যত্র নিয়ে যান। হাতে কিছু না থাকলে মাটি থেকে কিছু কুড়ানোর ভান করে ছুড়ে মারুন কাজে দেবে।
৮. স্পষ্ট স্বরে আত্মবিশ্বাস নিয়ে কুকুরকে নির্দেশ দিন। যাও কিংবা নো বলে আদেশ দিতে পারেন। কণ্ঠস্বরে যেন ভয়ভীতি না থাকে। ভয় পেয়েছেন বুঝতে পারলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।
মনে রাখতে হবে, কুকুর মানুষের ভালো বন্ধু। সে ভয় না পেলে আক্রমণ করে না। আমরা যথাযথ আচরণই কুকুরকে শান্ত রাখতে পারে।