দেশের চলচ্চিত্রের জন্য সম্প্রতি এক দারুণ খবর বয়ে এনেছে অমিতাভ রেজা পরিচালিত নতুন চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। মুক্তির অপেক্ষায় থাকা এই চলচ্চিত্র প্রেসকট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা ফিচার ফিল্ম’ পুরস্কারে ভূষিত হয়েছে।
এ নিয়ে ‘ক্যানভাস’কে নির্মাতা অমিতাভ রেজা বলেন, “‘রিকশা গার্ল’ আমার দ্বিতীয় ছবি বলা যায়। ২০১৭ সালে এর প্রডিউসার আমার কাছে এসেছিলেন। এরপর এর প্রক্রিয়া শুরু হয়। ২০১৮ থেকে ২০২০– এই তিন বছর ছবিটার কর্মপ্রক্রিয়া চলে। এরমধ্যে ২০১৮ সালে ছবিটার শুটিং শুরু হয় এবং পরের বছর এর পোস্ট প্রোডাকশন শেষ হয়। তারপর করোনাভাইরাস পরিস্থিতি মিলিয়ে ছবির সব কাজ শেষ করতে ২০২১ লেগে গেছে।”
গুণী এই নির্মাতা আরও বলেন, “‘রিকশা গার্ল একজন ইয়াং অ্যাডাল্টকে নিয়ে সিনেমা। এটা মূলত কিশোরবয়সী মানুষের জন্য বানানো। ছবিটা দুটি ভাষায় বানানো হয়েছে– ইংরেজি ও বাংলা। মূলত ইংরেজিতে শুট করে বাংলাদেশে বাংলায় ডাব করে রিলিজ দেওয়া হবে।”
ছবির সামনের ও পেছনের অন্য কারিগরদের প্রসঙ্গে পরিচালক বলেন, “‘রিকশা গার্ল’ মিতালি পার্কিন্সের লেখা উপন্যাস এবং নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদের চিত্রনাট্যে নির্মাণ করা হয়েছে। ‘রিকশা গার্ল’-এ খুবই গুরুত্বপূর্ণ অভিনয় নভেরা রহমানের। আমি তার অভিনয় নিয়ে খুবই উচ্ছ্বসিত। একইসঙ্গে চম্পা থেকে শুরু করে অশোক ব্যাপারি, জাহাঙ্গীর– এরা অভিনয় করেছেন।”
“‘রিকশা গার্ল’-এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এর পেইন্টিং। সোলামান আর্টের রিকশা পেইন্টার সোলেমান এই সিনেমার সমস্ত রিকশার পেইন্টিং করেছেন। আমার কাছে এই সিনেমা করার মূল উদ্দেশ্য ছিল, আর্ট ফর্ম হিসেবে রিকশা পেইন্টিং আন্তর্জাতিক মহলে পরিচিত করার চেষ্টা করা এবং সেইসঙ্গে একটা মানবিক কিশোরীর গল্প বলা,” যোগ করেন অমিতাভ রেজা।
তিনি আরও বলেন, “কিছু কিছু ছোট-খাট ফেস্টিভ্যালে এই সিনেমা দেখানো হয়েছে। সমাদৃত হয়েছে। প্রেসকট ফেস্টিভ্যালে সেরা হয়েছে, এটা একটা কমিউনিটি কলেজ ফেস্টিভ্যাল। আমি অপেক্ষা করছি, আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে আরেকটু পরিচিতির পরে এটা বাংলাদেশে আগামী বছর রিলিজ করার।”
ছবি: অমিতাভ রেজার সৌজন্যে