ব্যস্ত মানুষ। দিনে দিনে সবাই যেন বিশ্বনাগরিক হয়ে উঠছে। কাজের প্রয়োজনে অনেকে সপ্তাহান্তেই দু-একবার করে উড়ে যাচ্ছেন ভিন্ন কোনো দেশে। আবার ফিরেও আসছেন। বিশ্বায়নের এর গতির সঙ্গে খাপ খাওয়াতে যানবাহনগুলোকেও নতুন করে ভাবতে হচ্ছে গতি নিয়ে।
বর্তমানে লন্ডন থেকে নিউইয়র্ক যেতে একটি প্লেনের সময় লাগে সাত ঘণ্টা। কিন্তু প্লেনে বসে থাকার এতো সময় কই! আর তাই প্লেনে অকল্পনীয় গতি যুক্ত করে নতুন আকাশযান তৈরির প্রকল্প হাতে নিয়েছে বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা মার্কিন কোম্পানি ‘বোয়িং’। তারা এমন একটি আকাশযান তৈরি করতে যাচ্ছে, যেটি শব্দের তুলনায় পাঁচ গুণ বেশি গতি নিয়ে উড়তে পারবে। তখন লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা!
বোয়িং জানিয়েছে, এ প্লেনে চড়ে যাত্রীরা এক থেকে তিন ঘণ্টার মধ্যে পৃথিবীর যেকোনো স্থানে যেতে পারবেন।
সংস্থাটি আরও জানিয়েছে, এই আকাশযান তৈরির প্রকল্প বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। সফলতা পেতে হলে প্রকৌশলীদের বেশ কিছু প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে হবে। কারণ, যাত্রীদের নিরাপত্তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বোয়িং মুখপাত্র জ্যাকসন বলেছেন, এই স্বপ্নপূরণে ২০ থেকে ৩০ বছর লাগতে পারে।
সাধারণ মানুষের ব্যবহারের আওতায় আসার আগে এ বাণিজ্যিক বিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত হতে পারে বলে জানা গেছে।