ক্যানভাস রিপোর্ট
সম্প্রতি ব্রিটিশ বাঙালি ব্যান্ড ক্ষ ‘শাড়ি বন্দনা’ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে।তাদের দ্বিতীয় অ্যালবামের জন্য ব্যান্ড সদস্য অলিভার ও সোহিনী বাংলাদেশের ট্র্যাডিশনাল মিউজিক নিয়ে অন্বেষণ শুরু করেন। ‘বন্দনা’ অ্যালবামে-এ ট্র্যাডিশনাল গান-এর পাশাপাশি মৌলিক গানও রয়েছে।
অ্যালবামের একটি অরিজিনাল ট্র্যাক ‘শাড়ি বন্দনা’ – যার মিউজিক ভিডিও ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ পেয়েছে।গানটি লিখেছেন লিসা গাজী। এই মিউজিক ভিডিওর জন্য ‘ক্ষ’ বাঙালি নারীদের কাছে অনুরোধ করেছিল তাদের শাড়ি পরা ভিডিও পাঠাতে।
লন্ডনের বাসিন্দা সোহিনী সম্প্রতি ঢাকা এসেছেন। ক্যানভাসকে বললেন, ‘আমরা কে এবং কেমন তার প্রথাগত বর্ণনার পরিপ্রেক্ষিতে যতটা এগিয়েছি তাতে আমি সত্যিই অনুপ্রাণিত। আমি ভেবেছিলাম, ভিন্ন ভিন্ন নারীর সাথে শাড়ির সম্পর্ক কেমন তা দেখানোর ব্যপারটা দারুণ হবে।”
আমাদের কাছে পাঠানো ভিডিওতে আমরা নারীদের বাইক চালাতে, ব্রিজ পার হতে, স্লাইডে উঠতে দেখেছি৷ আমাদের দৈনন্দিন জীবনে শাড়ী কীভাবে বিকশিত হয়েছে এবং নারীরা কীভাবে এটি উদযাপন করছেন তা দেখতে পারাটা সত্যিই দুর্দান্ত,” সোহিনী যোগ করেন।
বলে রাখা ভালো, সোহিনী তৃতীয়-সংস্কৃতির শিশু হিসাবে বেড়ে ওঠেন। জন্ম থেকেই ইংরেজি সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ায় শাড়ির প্রতি তেমন কৌতুহল ছিল না। মাকে শাড়ি পরতে দেখলে তা সামলানো ঝামেলা মনে করতেন তিনি।
সোহিনী আরও বলেন, ‘কিন্তু আমি বড় হতে হতে বুঝতে পেরেছি, শাড়ির যে শুধুমাত্র সাংস্কৃতিক গুরুত্ব আছে তা নয়, এটি এমন একটি কাপড় যাতে আমি মায়ের গন্ধ পাই।’
ছবি: শুভাশীষ দাস ও অ্যালেক্স উনাই